• ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
logo

আরটিভিতে আজ (৬ সেপ্টেম্বর) যা দেখবেন

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১২
‘চিটার এন্ড জেন্টেলম্যান’ নাটকের দৃশ্যে অভিনয়শিল্পীরা

শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪, ২২ ভাদ্র ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আয়োজন—

সকাল ৯টায় লাইভ টকশো ‘আজ পত্রিকায়।’

সকাল ৯টা ৪৫মিনিটে ‘সকালের সংবাদ।’

সকাল ১১টা ২মিনিটে ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি।

দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘শান।’ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরী প্রমুখ।

বিকেল ৫ টা ৩০মিনিটে নাটক ‘মাইকেল মামা মিনু খালা।’ অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ।

রাত ৮টায় শুক্রবারের বিশেষ নাটক ‘শুধু তোমার জন্য।’ অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, কেয়া পায়েল প্রমুখ।

রাত ৯ টা ২০ মিনিটে ‍শুক্র, শনি ও রোববারের ধারাবাহিক নাটক ‘সত্য অসত্য’।

পরিচালনা- জি এম সৈকত।

অভিনয় করেছেন কল্যাণ, অহনা, খালেদা কল্পনা প্রমুখ।

রাত ১০ টায় শুক্র, শনি, রবি ও সোমবারের ধারাবাহিক নাটক ‘চিটার এন্ড জেন্টেলম্যান’।

রচনা ও পরিচালনা: সঞ্জিত সরকার।

অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডা. এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, অলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আব্দুল্লাহ রানা, মিলন ভট্টাচার্য্য, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, অনামিকা, সিলভি, তন্ময় সোহেল প্রমুখ।

রাত ১০ টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’।

রাত ১১ টা ২৫মিনিটে লাইভ টকশো ‘এই মুহূর্তে বাংলাদেশ’।

রাত ১২টায় ‘নিউজ টপ টেন’।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ নাদিয়ার জন্মদিন
নাঈমের দোষ একটাই: নাদিয়া
ব্রাজিল ভক্ত হয়েও মাঠে মেসিদের খেলা দেখলেন সাব্বির
বিয়ে-বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শিমুল