• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

হঠাৎ উত্তপ্ত এফডিসি

আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৬

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) দুই দলের মধ্যে হট্টগোল হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এফডিসির ব্যবস্থাপকের কার্যালয়ে সভা ডাকা হয়। সভা শুরুর আগেই নির্মাতা সায়মন তারিক এবং এফডিসির স্টাফ হান্নান মজুমদারের মধ্যে তর্কবিতর্ক হয়। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে এফডিসির ব্যবস্থাপক এবং সিনিয়দের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হলে সভা শুরু হয়।

সভায় উপস্থিত ছিলেন চিত্রনায়ক হেলাল খান, শাহীন সুমন, বদিউল আলম খোকন, শামসুল আলম, অভিনেতা ডিএ তায়েবসহ অনেকে।

কিন্তু সভা চলাকালে এফডিসির প্রশাস ভবনের সামনে পুনরায় হট্টগোল শুরু হয়। ম্যানেজার নজরুল এবং নির্মাতা শ্যামের সঙ্গে তর্কবিতর্ক শুরু হলে এফডিসির পরিবেশ পুনরায় উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় এফডিসির নির্মাতা ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ব্যবস্থাপকের কার্যালয়ে প্রবেশ করা নিয়ে হট্টগোলের সূচনা বলে জানা গেছে।

নির্মাতা সায়মন তারিক জানান, প্রযোজক সমিতির সামনে কিছু লোক দুপুরের খাবার খাচ্ছিলেন। এফডিসির স্টাফ হান্নান আমার কাছে জানতে চায়- আমি কার অনুমতি নিয়ে এখানে খাওয়াচ্ছি? এই বিষয় নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। তবে বিষয়টি বেশি দূর গড়ায়নি।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তপ্ত মণিপুর, বন্ধ ইন্টারনেট সেবা
উত্তপ্ত পরিস্থিতি টের পেয়ে শুল্কমুক্ত গাড়ি ছাড়িয়ে নিলেন সাকিব
উত্তপ্ত ভোলা, পুলিশ ও নৌবাহিনীর টহল জোরদার
উত্তপ্ত কক্সবাজার, কোটা আন্দোলনকারীদের ধাওয়ায় কোণঠাসা ছাত্রলীগ