• ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
logo

এমন সুগার ড্যাডিই খুঁজছিলাম আমি: প্রসূন

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৮
প্রসূন আজাদ
প্রসূন আজাদ

বর্তমানে পর্দা থেকে দূরেই আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ। বিয়ের পর স্বামী-সন্তান, সংসারেই মনোনিবেশ করেছেন তিনি। তবে পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব প্রসূন। মাঝে মধ্যেই নানান বিষয়ে নিয়মিত মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে।

বুধবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে স্বামী ফারহান গাফফারের সঙ্গে একটি ছবি প্রকাশ করে পোস্ট দিয়েছেন তিনি। সেখানে ব্যক্তিগত কথার পাশাপাশি অভিনয় থেকে সরে যাওয়ার কারণও উল্লেখ করেছেন এই অভিনেত্রী।

পাঠকদের জন্য প্রসূনের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো—

‘সবার সবকিছু ফাঁস হয়ে যাচ্ছে তাই আমি নিজেই আমার গোপন তথ্য ফাঁস করতে চলি এসেছি। এটা আমার সুগার ড্যাডি। যে আমার জীবনে আসার পর আমি কাজকর্ম বন্ধ করে দিছি। যারা মনে করতেছেন ডিরেক্টর গিল্ডের চক্রান্ত আর শিল্পীসংঘের নষ্টামির কারণে আমার অভিনয় জীবন শেষ, তাদের জানাতে চাই, কথাটা পুরোটা বেঠিক না।

একটু একটু সঠিক। উত্তেজনায় আমি কিছু ভুল কথা বলে ফেলছি যেমন ‘আমার জীবনটা শেষ করে ফেলছে সরকার দলের কালাবেটিরা’ এরকম নোংরা কথার জন্য আমি খুবই লজ্জিত। আমি নিজেও কালা। তাই রেসিস্ট কথা বলা সমর্থন করি না। আমি সারা জীবন এমন একজন সুগার ড্যাডি খুঁজছিলাম যে মাঝ পথে গায়েব হয়ে যাবে না আর আমার টাকা পয়সা মেরে চলে যাবে না।

অবশেষে আমি এমন একজনকে পাই এবং তীব্র লাইট গরম রোদে সুটিং করার মতোন আর্মি জব থেকে আমি সরে আসতে পেরেছি। নিয়মিত শুটিং করা হয় নাই। কিন্তু চরিত্র তো বদলানো কঠিন তাই আনন্দে খুশিতে বছর খানেক পর পর কিছু কাজ করব এমনটাই ইচ্ছা ছিল। তবে ইদানিং খুব মন চায় ১/২ বছরের মধ্যে আবার নিয়মিত হব। স্বপ্ন দেখতে ক্ষতি কি।

প্রসঙ্গত, ২০১২ সালে সুন্দরী প্রতিযোগিতায় তৃতীয় অবস্থান পেয়ে আলোচনায় আসেন প্রসূন। প্রথমে অস্ট্রেলিয়ার প্রবাসী মুহাইমিন সানের সঙ্গে সংসার পেতেছিলেন তিনি। তবে দেড় বছরের মাথায় দাম্পত্য জীবনে ইতি টানেন তারা। পরে ২০২১ সালে ফারহানকে বিয়ে করেন প্রসূন।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়