• ঢাকা সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
logo

তারকাদের নতুন গ্রুপ নিয়ে যে ইঙ্গিত দিলেন আশফাক নিপুন

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৯
আশফাক নিপুন
আশফাক নিপুন

আওয়ামী লীগ সমর্থিত শোবিজ তারকাদের ‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশট ফাঁস হওয়ার পর থেকেই তোলপাড় চলছে দেশজুড়ে। বিষয়টি নিয়ে নিন্দা জানাচ্ছেন শোবিজ অঙ্গনের অনেকেই। এ তালিকায় রয়েছেন জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুনও। তবে নতুন গোপন গ্রুপ নিয়েই ইঙ্গিত দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিযে নিজের ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে একটি পোস্ট দিয়েছেন আশফাক নিপুন।

ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘আলো আসবেই’ গ্রুপে আমার যত সহকর্মী ছিলেন, সবাইকে বলতে চাই এখনও সময় আছে ‘আলোতে আসেন।’ খুনি–শাসক না, জনগণই সকল আলোর উৎস। আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। এটারও স্ক্রিনশট নিয়েও ছড়িয়ে দেন যদি এখনও আপনাদের কোনো গোপন গ্রুপ থাকে। ’

এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে আশফাক নিপুনের ফেসবুক পোস্টটি। অনেকেই শেয়ার করছেন এটি। পাশাপাশি সেই সঙ্গে কমেন্ট করে একমত পোষণ করছেন অনেকেই।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সংহতি জানিয়ে শিক্ষার্থীদের পাশে ছিলেন আশফাক নিপুন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিবাদও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, ছাত্রদের সঙ্গে রাজপথেও নেমেছিলেন এই নির্মাতা।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে নারীকে কান ধরানোর ঘটনায় তারকাদের প্রতিবাদ
গোপন গ্রুপ নিয়ে মুখ খুললেন মৌসুমী
স্ক্রিনশট ফাঁস, ‘আলো আসবেই’ গ্রুপের শিল্পীদের নিয়ে যা বললেন মামুনুর রশীদ
মনিরা মিঠুর অভিযোগে বিস্মিত চুমকি, বললেন স্ক্রিনশট আছে