• ঢাকা বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১
logo

কঙ্গনার বিরুদ্ধে ৪০ কোটি টাকার মানহানি মামলা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২৪, ১৬:১৬
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। ইন্ডাস্ট্রিতে ঠোঁটকাটা হিসেবেও বেশ পরিচিত তিনি। কোনো মন্তব্য করতে যেন কাউকেই পরোয়া করেন না। পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসে কঙ্গনার নাম। এবার উঠে পড়ে লেগেছেন বিরোধী নেতা রাহুল গান্ধীকে নিয়ে, করেছেন মাত্রাতিরিক্ত কটাক্ষ। ফলে চুপ থাকেনি ভারতীয় আদালত; কঙ্গনাকে দিয়েছেন উপযুক্ত শাস্তি।

সম্প্রতি তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাটের সম্পর্কে বেফাঁস মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন বিজেপি সংসদ সদস্য কঙ্গনা। এবার ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর ছবি বিকৃত করে সামাজিকমাধ্যমে শেয়ার করে আবারও বিতর্কে জড়ালেন তিনি। শুধু তাই নয়, এই পোস্টের কারণে কঙ্গনার বিরুদ্ধে দায়ের হয়েছে মানহানি মামলা।

কঙ্গনার নিজের দেশের গণমাধ্যমেই এসেছে এই খবর। সেখানে বলা হয়েছে, রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে কঙ্গনাকে ৪০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। রাহুল গান্ধীর দাদু মুসলিম, দিদা পারসি, মা খ্রিস্টান, তাইতো কয়েক দিন আগে রাহুল গান্ধীকে জাত তুলে ‘জগাখিচুড়ি’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাউত। এবার কংগ্রেস নেতাকে উপহাস করতে গিয়ে রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে আক্রমণ করেছিলেন। যেখানে রাহুল গান্ধীর মাথায় ফেজ টুপি, কপালে হলুদ তিলকের সঙ্গে গলায় খ্রিস্টধর্মের ‘ক্রস’ লকেট ঝুলতে দেখা যায়। আর সেই ছবির জন্যেই মামলা হল কঙ্গনার।

মামলাকারী আইনজীবীর দাবি, একজন সংসদ সদস্য হয়েও কারও অনুমতি না নিয়ে রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে কঙ্গনা রানাউত তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন করেছেন। এটা গান্ধী পরিবারের ভাবমূর্তিতে কালিমালিপ্ত করা। সে জন্যই আবারও মানহানি মামলায় বিপাকে জড়ালেন কঙ্গনা। ইতোমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে এই তারকা সংসদ সদস্যকে।

এর আগে, জাভেদ আখতার কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন। টেলিভিশন চ্যানেলে প্রকাশ্যে তার বিরুদ্ধে মিথ্যে দাবি করা হয়েছি। এবার রাহুল গান্ধীর ভাবমূর্তি নষ্ট করার জেরে ফের মানহানি মামলা দায়ের হলো এই সংসদ সদস্য অভিনেত্রীর বিরুদ্ধে।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকাশ্যে এলো অভিনেত্রী হিমুর মৃত্যুর কারণ
এবার মাশরাফীর বিরুদ্ধে মামলা
শেখ হাসিনাসহ জি এম কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা
হত্যাচেষ্টার মামলা করলেন হিরো আলম