• ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১
logo

আত্মগোপনে থাকার প্রশ্নে যা বললেন তানভীন সুইটি

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৮ আগস্ট ২০২৪, ১১:২১
তানভীন সুইটি
তানভীন সুইটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবির মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা।

এদিকে শোবিজের অনেক তারকার সঙ্গেই সখ্যতা ছিল শেখ হাসিনার। আওয়ামী লীগের বিভিন্ন মিটিং-মিছিলেও দেখা যেত বেশ কয়েকজন তারকাকে। তাদের মধ্যে একজন অভিনেত্রী তানভীন সুইটি। সরকারের নানা উদ্যোগের সঙ্গে সহমত জানাতে দেখা গেছে তাকে। এমনকি বিভিন্ন আয়োজনেও উপস্থিত থেকেছেন তিনি।

শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীই গা ঢাকা দিয়েছেন। তাই খুব স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠেছে, পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে অন্যদের মতো তানভীন সুইটিও আত্মগোপনে রয়েছেন কি না?

সম্প্রতি দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। অভিনেত্রী বলেন,‘ আমি কেন পালাব? আমি তো কোনো অন্যায় করিনি। আমার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতেই পারে। আমি সেখানে যেতেই পারি।’

তানভীন সুইটি আরও বলেন, এমন তো না যে আমি কোনো সুবিধা নিয়েছি। আমি আগে যা ছিলাম, এখনও তাই আছি। তাই আমার সঙ্গে কারও কোনো বৈরী সম্পর্ক হবে না আশা করছি।

কথা প্রসঙ্গে অভিনেত্রী জানান, আবার অভিনয়ে আসবেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছেন। সবকিছু আগের মতো হলেই পর্দায় দেখা যাবে তানভীন সুইটিকে।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার ‘আলো আসবেই’ গ্রুপ নিয়ে মুখ খুললেন সাইমন
আন্দোলনে ছাত্রদের সঙ্গে যে এতকিছু হয়েছে জানতাম না: অরুণা বিশ্বাস
ফেরদৌস, আরাফাত ও রিয়াজের চাঞ্চল্যকর কথোপকথন ফাঁস
খোঁজ নেই ফেরদৌসের, কষ্ট পাচ্ছেন ঋতুপর্ণা