• ঢাকা বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১
logo

কোরআনের হাফেজ হওয়া প্রসঙ্গে মুখ খুললেন ইমরান হাশমি

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৮ আগস্ট ২০২৪, ১০:৩১
ইমরান হাশমি
ইমরান হাশমি

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনে ইসলাম ধর্মের অনুসারী ইমরান। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু দিন ধরেই গুঞ্জন উড়ছে, কোরআনের হাফেজ তিনি।

কেউ পক্ষে কথা বলছেন, আবার কেউ বা বিপক্ষে। একজন লিখেছেন, ছোটবেলায়ই কোরআনের হাফেজ হয়েছেন ইমরান হাশমি। গুলাব নামে একজন প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, সত্যিই কি ইমরান হাশমি কোরআনের হাফেজ?

বিষয়টি নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে রয়েছেন নেটিজেনদের একাংশ। কিন্তু সত্যিটা আসলে কি? অন্তর্জালের এই আলোচনা নজরে পড়েছে ইমরানেরও। অবশেষে কোরআনের হাফেজ হওয়া প্রসঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, অভিনয়ে আসার আগে কি আপনি কোরআনের হাফেজ হয়েছেন? জবাবে ইমরান বলেন, না। এ খবর সত্যি না।

ইমরান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার থ্রি’। বর্তমানে তার হাতে তেলেগু সিনেমা ‘ওজি’র কাজ রয়েছে। এ ছাড়াও তেলেগু ভাষার ‘জি-টু’ সিনেমার কাজও হাতে রয়েছে ইমরানের।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলাম ধর্ম গ্রহণ করলেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার লিল জন
ইমরান হাশমিকে স্ত্রীর হুমকি
ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি : ফেনীতে সহকারী অধ্যাপক বহিষ্কার
ঐশ্বরিয়াকে প্লাস্টিক বলার প্রসঙ্গে মুখ খুললেন ইমরান