• ঢাকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১
logo

নায়ক শান্ত খানের মৃত্যুতে যা বললেন কৌশানী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৬ আগস্ট ২০২৪, ১৫:২৮
ছবি: সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান এবং তার ছেলে নায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত হয়েছেন। আর এ খবর শুনে রীতিমতো স্তব্ধ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে তিনি বলেন, আমি বিশ্বাস করতে পারছি না সত্যিই এটা হয়েছে।

কৌশানী আরও বলেন, আমার সঙ্গে ছাড়াও টালিউডের অনেকেরই শাপলা মিডিয়ার সেলিম ভাইয়ের সঙ্গে যোগাযোগ ছিল। শান্তর চাঁদপুর এলাকায় নিজের একটা রাজত্ব ছিল। আমি ওখানে যাওয়ার পর ঢাকা ঘোরানো থেকে সিম কার্ড সংগ্রহ, সব কিছুর ব্যবস্থা করে দিয়েছিল। মানুষকে ভালবাসতো। আমি যেহেতু অভিজ্ঞতায় বড়, আমার থেকে নানা উপদেশ নিত। আমি ভাবতেই পারছি না এমন।

শান্তর সঙ্গে ‘পিয়া রে’ সিনেমায় জুটি বেঁধেছিলেন কৌশানী। তবে সেলিম-শান্তর মৃত্যুতে সিনেমাটি আর আলোর মুখ দেখবে না বলে মন্তব্য নায়িকার। তিনি বলেন, এখন তো আর সিনেমাটাও মুক্তি পাবে না।

প্রসঙ্গত, সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগের পর নিজ এলাকা থেকে পালাচ্ছিলেন সেলিম খান ও তার ছেলে শান্ত খান। এ সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে জনরোষের মুখে পড়েন তারা। সেখান থেকে কোনোরকমে রক্ষা পেলেও বাগাড়া বাজারে এসে জনতার মুখোমুখি হন। সেখানেই গণপিটুনিতে নিহত হন সেলিম-শান্ত।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ২
নিহত রিকশাচালকের পরিবারকে পুরস্কারের অর্থ দেওয়ার পর যা বললেন মিরাজ
জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ২
ট্রাক-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের