• ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১
logo

কন্যা সন্তানের মা হলেন ফারিয়া শাহরিন

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৬ আগস্ট ২০২৪, ০৯:২০
ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন কন্যা সন্তানের মা হয়েছেন। সোমবার (৫ আগস্ট) রাতে মাতৃত্বের আনন্দের এই খবরটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগাভাগি করেছেন তিনি।

এক ফেসবুক পোস্টে লিখেছেন, রাজকন্যার মা হয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।

সহকর্মী থেকে ভক্ত-অনুরাগীরা সবাই ফরিয়ার এই পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন।

অভিনেতা শামিম হাসান সরকার লিখেছেন, আলহামদুলিল্লাহ। অনেক অনেক শুভ কামনা।

অভিনেত্রী রিমু রোজা খন্দকার লিখেছেন, আলহামদুলিল্লাহ। অভিনন্দন।

মোহাম্মদ বাহাদুর কাজী লিখেছেন, আলহামদুলিল্লাহ।

মাহফুজুর রহমান সবুজ নামে আরেকজন লিখেছেন, শুভকামনা। সুস্থ থাকুক। দেশের সব অসুখ কেটে যাক। সুস্থ দেশে বেড়ে উঠুক।

এর আগে ২০২১ সালে দীর্ঘদিনের প্রেমিক মুনিম মাহফুজ রিয়ানের সঙ্গে বাগদান সারেন ফারিয়া। পরে ২০২৩ সালে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর গত ১২ মে মা দিবসে মা হওয়ার সুখবর দেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আলোচিত হয়েছিলেন সেসময়। পরবর্তীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান এ অভিনেত্রী।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ভয়ে ফোন ধরতেন না পাভেল
কন্যা সন্তানের মা হলেন দীপিকা পাড়ুকোন
তৃতীয়বার মা হলেন প্রিয়তি
মা হলেন অভিনেত্রী রিচা চাড্ডা