• ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১
logo

শান্তি বজায় থাকুক: জিৎ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৫ আগস্ট ২০২৪, ২১:৩৭
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর থেকে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন। পিছিয়ে নেই পার্শ্ববর্তী দেশ ভারতের টালিউড ইন্ডাস্ট্রির তারকারাও।

চিত্রনায়ক জিৎ এক্সে লিখেছেন, বাংলাদেশের এই কঠিন সময়ে দেশটির মানুষের জন্য আমার প্রার্থনা। যে সমস্ত ঘটনা সামনে আসছে সেটা খুবই দুঃখজনক। এই ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয়বিদারক।

তিনি আরও লিখেছেন, আশা করি এই কঠিন সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যাবো। প্রতিটা জীবনই মূল্যবান তাই যে কোনও মূল্যে সেটা রক্ষা হওয়া আবশ্যিক।

সবশেষে এই টালিউড সুপারস্টার লিখেছেন, শান্তি বজায় থাকুক।

প্রসঙ্গত, সোমবার (৫ আগস্ট) বেলা আড়াইটায় গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড়াল দেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন। যাওয়ার আগে শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগও পাননি।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবু সাঈদ হত্যা: হঠাৎ আলোচনায় বেরোবি শিক্ষকের ফেসবুক পোস্ট
ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি, তালিকায় যে ৯২ পুলিশ কর্মকর্তা
রিকশার পাদানিতে গুলিবিদ্ধ নাফিজের মরদেহ, মামলা করলেন বাবা
আন্দোলন নিয়ে লেখা হায়দার হোসেনের গান যে কারণে প্রকাশ পায়নি