• ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১
logo

ব্রিটনির আত্মজীবনী থেকে সিনেমা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৩ আগস্ট ২০২৪, ১৯:১৯
ছবি: সংগৃহীত

গত বছরের অক্টোবরে মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের আত্মজীবনী ‘দ্য ওম্যান ইন মি’ প্রকাশিত হয়। বইটি সে সময় রীতিমতো ঝড় তোলে, হয় বেস্টসেলারও। নতুন খবর হলো, এবার সেই বই থেকে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। আর এটি নির্মাণ করবেন জন এম চু।

নিজের বায়োপিকের কথা এক্সে ভক্ত-অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করেছেন ব্রিটনি।



তিনি লিখেছেন, গোপন এই প্রজেক্টের কথা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে পেরে খুবই রোমাঞ্চিত বোধ করছি। সঙ্গে থাকুন।

তবে ব্রিটনির বায়োপিক কবে পর্দায় দেখা যাবে কিংবা গায়িকার চরিত্রে কে অভিনয় করবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, ব্রিটনির বহুল চর্চিত ‘দ্য ওম্যান ইন মি’ বইয়ের স্বত্ব কিনে নিয়েছে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্স। এ থেকে ব্রিটনির জীবনের চুম্বক পর্বগুলো নিয়েই নির্মিত হবে চলচ্চিত্র।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুলবুল আহমেদের বায়োপিক, নির্মাণে মেয়ে ঐন্দ্রিলা
নিজের বায়োপিকে শাহরুখকে চান সানিয়া মির্জা
রুপালি পর্দায় কাজী নজরুল ইসলামের বায়োপিক
মাইকেল জ্যাকসনের বায়োপিকে ভাইপো জাফর জ্যাকসন