• ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
logo

প্রকাশ্যে সাংবাদিককে হুমকি জন আব্রাহামের

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৩ আগস্ট ২০২৪, ১০:৪৩
জন আব্রাহাম
জন আব্রাহাম

মাঝেমধ্যেই মেজাজ হারিয়ে নানান কাণ্ড ঘটিয়ে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও খবরের শিরোনামে প্রায়ই উঠে আসে সেসব গল্প। এবার মেজাজ হারিয়ে প্রকাশ্যে এক সাংবাদিককে হুমকি দিলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম।

বর্তমানে নতুন সিনেমা ‘বেদা’র প্রচারে ব্যস্ত জন। মূলত সিনোমর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে জনৈক সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারান তিনি।

সাংবাদিকের উদ্দেশে অভিনেতা বলেন, সিনেমা না দেখে কীভাবে সিদ্ধান্ত নিচ্ছেন? আগে সিনেমা দেখুন, তারপর যা বলবেন, মেনে নেব। কিন্তু যদি আপনি ভুল হন, তা হলে কিন্তু আমি আপনাকে টুকরো টুকরো করে দেব।

যদিও সবটাই হাসিমুখে বলেন জন। তবে সাংবাদিকের সঙ্গে জনের বাকযুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। আসলে ওই সাংবাদিক জনের কাছে জানতে চান যে, অভিনেতা পরপর একই ধরনের সিনেমায় কেন অভিনয় করছেন।

প্রসঙ্গত, গেল বছর ‘পাঠান’ সিনমোয় খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন জন। ‘বেদা’র ট্রেলারেও অ্যাকশন অবতারে দেখা যায় তাকে। মূলত এ কারণেই এমন প্রশ্ন করা হয় জনকে।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের নামে ঢালাও মামলা অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে
সাংবাদিক ঊর্মি রহমান মারা গেছেন
বায়ান্ন ও আরটিভির সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা
সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন