• ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১
logo

যে কারণে লন্ডনের রাস্তায় জুতা হাতে স্বস্তিকা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০২ আগস্ট ২০২৪, ১৪:৪৯
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর মাথায় হ্যাট। কাঁধে ঝোলা ব্যাগ, দুই হাতে জুতা। আর চোখে-মুখে স্নিগ্ধ হাসি।

কোথায় তিনি আর কেনই বা এমন হাল? এই প্রশ্নের উত্তরও দিয়েছেন স্বয়ং স্বস্তিকা। তাও আবার ছবির ক্যাপশনে।

তিনি লিখেছেন, মায়েরা যেটা সব থেকে ভালো পারে সেটাই করছি। সব পোশাকের সঙ্গেই বোঁচকা ব্যাগ নিয়ে চলছি। হাতে স্যান্ডেল নিয়ে ঘুরছি যাতে ইভেন্টের পর মেয়ে পরতে পারে। হিল সাময়িক ব্যবহার করার জন্যই। আর এই ব্যাগে নিজের গোটা সংসার নিয়ে ঘুরছি।

ভক্ত-অনুরাগীরা স্বস্তিকার এই পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন।

কৃষ্ণা সাহা নামে একজন লিখেছেন, মা তো মা-ই হয়। সে সেলেব্রেটি হোক আর সাধারণ। আমার মা-ও এমন করতো, যখন আমি প্রোগ্রাম করতাম।

মামন গাঙ্গুলী লিখেছেন, মা হলে তার বোঁচকায় সন্তানের সব কিছুই থাকে, এটাই হলো ভারতীয় বিশেষত বাঙালি মা।

ঋষিকা ভক্ত লিখেছেন, তুমিই সেরা মা।

অধরা ইসলাম নামে আরেকজন লিখেছেন, ক্যাপশনটা দারুণ। আর মানুষটার কথা না হয় নাই বা বললাম।

প্রসঙ্গত, স্বস্তিকা মুখার্জি বর্তমানে লন্ডনে রয়েছেন। তার মেয়ে অন্বেষা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এ উপলক্ষ্যে মেয়ের সঙ্গে তার বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন তিনি। তারই ফাঁকে জুতা হাতে ক্যামেরাবন্দি হন এই অভিনেত্রী।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসমান জুতা দেখে খোঁজাখুঁজি, হ্রদ থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার
লন্ডনে বন্যার্তদের সহায়তায় ‘গানে গানে বাংলাদেশ’
ইসি ভবনের সামনেই নির্বাচন কমিশনারদের ধাওয়া, জুতা নিক্ষেপ
লন্ডনে আর্ক-জেমসের ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’