• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

লিফটে ১ ঘণ্টা ১১ মিনিট আটকা ছিলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ৩১ জুলাই ২০২৪, ১৬:৫৪
জেনিফার গার্নার
জেনিফার গার্নার

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বিপত্তিতে পড়েন হলিউড অভিনেত্রী জেনিফার গার্নার। সেখানে সান ডিয়েগোতে অনুষ্ঠিত কমিক–কন উৎসবে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এক ঘণ্টার বেশি সময় লিফটে আটকা ছিলেন এই অভিনেত্রী।

গত ২৬ জুলাই মুক্তি পায় জেনিফার অভিনীত মার্ভেলের সুপারহিরো সিনেমা ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। মূলত এ সিনেমার জন্য কমিক–কনে গিয়েছিলেন তিনি।

নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এ ঘটনার বিষয়ে কথা বলেন জেনিফার। আটকা থাকার দুই মিনিট পর ক্যামেরায় তাকিয়ে মজা করে তিনি বলেন, ‘আমি উলভারিনকে ডাকতে পারতাম (সাহায্যের জন্য), ডেডপুলকেও ডাকা যেত। তবে আমরা সবাই সিঁড়ির কথা ভাবছিলাম।’

জানা গেছে, ৩৫ মিনিট লিফটে আটকা থাকার পর বসে পড়েন জেনিফার। আটকা পড়ার ৪৫ মিনিট পর জরুরি সেবা নম্বরে ফোন করে সাহায্য চান তারা।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘কী আর করব, অনেকক্ষণ অপেক্ষার পর বসে পড়ি। ১ ঘণ্টা ১১ মিনিট পর উদ্ধারকারী এসে দরজা খোলেন।’

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়