• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

লালে লালে সয়লাব তারকাদের ফেসবুক

বিনোদন ডেস্ক, আরটিভি

  ৩০ জুলাই ২০২৪, ১৭:৫৩
সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলমান কোটা সংস্কার আন্দোলনে নিহত ও নির্যাতনের শিকার আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা ও সরকারের প্রতি প্রতিবাদস্বরূপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাল রঙের ছবি দিচ্ছেন কোটা আন্দোলনে সমর্থন দেওয়া শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। সেই কাতারে আছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

মঙ্গলবার (৩০ জুলাই) সকাল থেকে ফেসবুকে বিভিন্ন জনের প্রফাইল, গ্রুপ ও পেজ ঘুরে এমন চিত্র দেখা যায়।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক প্রফাইল পিকচার পরিবর্তন করে লাল রঙের মাঝে মানচিত্রের একটি ছবি প্রকাশ করেছেন। যেই একই ছবি প্রকাশ করতে দেখা গেছে স্বনামধন্য গীতিকার প্রিন্স মাহমুদকেও।

অভিনেত্রী অপি করিম তার ফেসবুক প্রফাইলে লাল রঙের ছবি প্রকাশ করে লিখেছেন, শুধু কোটা নয়, গোটা দেশের সংস্কার প্রয়োজন। ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সাদিয়া আয়মান, তার ফেসবুক প্রফাইলে পিকচার পরিবর্তন করে লাল রং বেছে নিয়েছেন।

‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুণ তার ফেসবুক প্রফাইলে পরিবর্তন এনেছেন। ‘ন্যায়বিচার বিলম্বিত, ন্যায়বিচার অস্বীকার করা’ ক্যাপশনে লাল রঙের একটি ছবি প্রকাশ করেছেন।

জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তার ফেসবুক প্রফাইল পিকচার পরিবর্তন করে ক্যাপশনে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘ফুলগুলো সব লাল হলো ক্যান?’ ।

অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ তাদের ফেসবুক প্রফাইল লাল রঙে পরিবর্তন এনেছেন।

এছাড়া এরমধ্যে আছেন নির্মাতা কামার আহমাদ সাইমন, বিপাশা হায়াত, প্রযোজক সারা আফরীন, নির্মাতা আকরাম খান, খিজির হায়াত খান, রেদওয়ান রনি, মোহম্মদ মোস্তফা কামাল রাজ, জাকিয়া বারী মম, মোস্তফা মনোয়ার, চিত্রনায়ক নিরব, নায়িকা বিপাশা কবীর, সোহেল রানা, শাহনাজ সুমি, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ তাদের ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে ‘লাল রঙ’ বেছে নিয়েছেন।

এর আগে সোমবার (২৯ জুলাই) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পক্ষ থেকে এক বিবৃতিতে রাষ্ট্রীয় বাহিনীর নির্যাতনের বিচার না করে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিদিন নির্মম উপহাসের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে আজ মঙ্গলবার লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচির অনুরোধ জানানো হয়। যে ডাকে সাড়া দিতে দেখা যাচ্ছে দেশের সব শ্রেণি-পেশার বহু মানুষকে।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদেশি শিক্ষার্থী ও কর্মীদের দুঃসংবাদ দিলো কানাডা
অতিরিক্ত দামে খাবার বিক্রি করায় জরিমানা গুনলেন ব্যবসায়ী
ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের জন্য সুখবর
দল্টা ডিগ্রি কলেজের নতুন সভাপতি শাকিল চৌধুরী