• ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
logo

যেভাবে কাটবে ববিতার জন্মদিন

বিনোদন ডেস্ক, আরটিভি

  ৩০ জুলাই ২০২৪, ১১:৫২
ছবি: সংগৃহীত

পুরোনাম ফরিদা আক্তার পপি। তবে রূপালি পর্দায় তিনি পরিচিত ‘ববিতা’ নামে। আজ এই চিরসবুজ অভিনেত্রীর জন্মদিন। তবে গেল কয়েক বছরের ন্যায় তার এবারের জন্মদিনটা ছেলে অনিকের সঙ্গে কানাডায় কাটানো হবে না। কারণ, কদিন আগেই দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

বিষয়টি নিয়ে দেশের একটি গণমাধ্যমকে ববিতা বলেন, এখন করোনা নেই। তবে শরীরটা খুব দুর্বল। বাসাতেই বিশ্রামে আছি। এই পরিস্থিতিতে দেশের বাইরে যাওয়া সম্ভব নয়। তাই অনিকের কাছে যেতে পারিনি।

তিনি আরও বলেন, পুরোপুরি সুস্থ হওয়ার পর ছেলের কাছে যাব। শরীরের এই অবস্থায় তো কোনো আয়োজন সম্ভব নয়। তাই বাসাতেই কাটবে দিনটা।

প্রসঙ্গত, কিংবদন্তি নির্মাতা জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে ১৯৬৮ সালে অভিষেক হয় ববিতার। এই চলচ্চিত্রে তিনি রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন। নায়িকা হিসেবে ববিতার প্রথম সিনেমা ‘শেষ পর্যন্ত’। এটি মুক্তি পায় ১৯৬৯ সালের ১৪ আগস্ট। তিনি জহির রায়হান পরিচালিত ‘টাকা আনা পাই’ সিনেমার মাধ্যমে দর্শকপ্রিয়তা পেলেও তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র বলা হয় ‘অশনিসংকেত’কে। এটি পরিচালনা করেন সত্যজিৎ রায়।

ক্যারিয়ারে অভিনয় দক্ষতায় প্রশংসার পাশাপাশি অসংখ্য পুরস্কারও অর্জন করেছেন ববিতা। বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন আজীবন সম্মাননাও।

ববিতার কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে-‘অশনি সংকেত’, ‘লাঠিয়াল’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘দীপু নাম্বার টু’, ‘বসুন্ধরা’, ‘বেহুলা লখিন্দর’, ‘এক মুঠোভাত’, ‘ফুলশয্যা’ ইত্যাদি।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কনকচাঁপার জন্মদিন আজ
এ টি এম শামসুজ্জামানের জন্মবার্ষিকী আজ
জন্মদিনে বাটি হাতে কীসের বার্তা দিলেন অক্ষয়?
জন্মদিনের পরিকল্পনা জানালেন আবুল হায়াত