• ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
logo

ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন উর্বশী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ৩০ জুলাই ২০২৪, ১০:২৮
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় কিছু দিন আগে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, বাথরুমে নিজের পোশাক বদলাচ্ছেন অভিনেত্রী। অনেকে এটিকে ডিপফেক ভিডিও ভাবলেও অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

উর্বশী বলেন, ভিডিও ক্লিপ যেদিন ছড়িয়ে পড়ল, সেদিন কিছুটা মন খারাপ হয়েছিল। অবশ্যই এটা আমার ব্যক্তিগত জীবনের কোনো ভিডিও নয়। এটা ‘ঘুসপেটিয়া’ সিনেমার একটি অংশ। তিনি আরও বলেন, আমি চাই না, কোনো নারী এমন পরিস্থিতির সম্মুখীন হোন।

‘ঘুসপেটিয়া’ সিনেমাটি পরিচালনা করেছেন সুসি গানেশান। এতে উর্বশীর সঙ্গে অভিনয় করেছেন বিনীত কুমার সিং ও অক্ষয় ওবেরয়। সব ঠিক থাকলে আগামী ৯ আগস্ট সিনেমাটি মুক্তি পাবে।

প্রসঙ্গত, ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর একই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্বও করেন তিনি। বর্তমানে তার হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। চলতি বছর তার অভিনীত ‘ইন্সপেক্টর অবিনাশ’, ‘এনবিকে ১০৯’, ‘দিল হ্যায় গ্রে’সহ আরও কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভ্যানে লাশের স্তূপের ভাইরাল ভিডিওটি আশুলিয়ার
তরুণ-যুবকদের রাস্তা সংস্কারের ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল
হাড় ভেঙে গেছে উর্বশীর
হাসপাতালে ভর্তি উর্বশী