• ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
logo

রাস্তায় যৌন হেনস্তার শিকার অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৯ জুলাই ২০২৪, ১৯:১১
সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাঝে মাঝেই অভিনেত্রীদের যৌন হেনস্তার খবর শোনা যায়। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিলোত্তমা সোমেরও রয়েছে এ অভিজ্ঞতা। দিল্লির রাস্তায় শ্লীলতাহানির শিকার হয়েছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করেছেন সেদিনের সেই ভয়াবহ অভিজ্ঞতা।

তিলোত্তমার কথায়, শীতকালে দিল্লিতে বাস ধরার জন্য স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলাম। চারদিকে প্রচুর কুয়াশা। অপেক্ষা করার সময় এই ঘটনাটি ঘটেছিল। হঠাৎই একটি গাড়ি আমার কাছে এসে থামে এবং একদল লোক গাড়ির ভেতর থেকে উত্যক্ত করতে শুরু করে। অশ্রাব্য কথা বলতে শুরু করে। এরপর তারা আমাকে নানান যৌন ইঙ্গিত দিতে শুরু করে। কেউ একটা ছোট্ট পাথর ছুঁড়ে মারল। আমি আরেকটু সরে গেলাম। সিদ্ধান্ত নিলাম, আমাকে এখান থেকে পালাতে হবে। আমার কাছে দৌড়ানোর সুযোগ ছিল, কিন্তু তারা আমাকে সহজেই গাড়ি নিয়ে ছাড়িয়ে যেতে পারে। তাই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে লিফট নেওয়ার সিদ্ধান্ত নিলাম।

এরপর বলেন, এরপর ঘটল আরও ভয়ঙ্কর ঘটনা। আমরা একটু এগিয়েছে মাত্র। সে আমার হাত ধরে তার প্যান্টের চেন খুলে ফেলল এবং আমার ধারণা সে আমার সঙ্গে যা খুশি করতে চেয়েছিল। যে মুহূর্তে সে আমার হাত জোর করে ধরেছিল, সহজাত প্রবৃত্তি থেকে আমি জানি না কীভাবে কিন্তু তাকে আঘাত করি। ঠিক কী করেছিলাম, সত্যি জানি না, তবে সে তার গাড়ি থামাতে বাধ্য হয়। এরপর আমাকে বেরিয়ে যেতে বলে।

সবশেষে তিলোত্তমা বলেন, এই ঘটনা আমার মনে দারুণভাবে প্রভাব ফেলেছে। যখনই ওই দিনটার কথা মাথায় আসে, তখনই নার্ভাস ব্রেকডাউন হয়। এই ঘটনা যেন কারও সঙ্গেই না ঘটে। আমরা মেয়েরা সত্যিই নিরাপদ নই।

বিকল্প ধারার ছবিতে নিয়মিত তিলোত্তমা। মীরা নায়ারের ‘মনসুন ওয়েডিং’ সিনেমার মাধ্যমে নাম লিখিয়েছিলেন বলিউডে। এরপর ‘শ্যাডোজ অব টাইম’, ‘তাসের দেশ’, ‘সাংহাই’, ‘লাস্ট স্টোরিজ ২’, ‘দ্য ফ্যাবল’ সিনেমাগুলোতে অভিনয় করেন তিনি।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীকে ফাঁকা রাস্তায় ফেলে যান নির্মাতা
কথা বলতে পারছেন না সুস্মিতা, হঠাৎ কী হলো অভিনেত্রীর
প্রকাশ্যে এলো অভিনেত্রী হিমুর মৃত্যুর কারণ
ক্যানসারের মধ্যেই দুঃসংবাদ দিয়ে সাহায্য চাইলেন হিনা