• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

সবকিছু আবার স্বাভাবিক হোক, এই কামনাই করছি: চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৭ জুলাই ২০২৪, ১৯:২২
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশজুড়ে চলছে কারফিউ। এ অবস্থায় বন্ধ শুটিং কার্যক্রম। অন্যান্য শিল্পীদের মতো জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও তাই ঘরবন্দি। তার অলস সময় কীভাবে কাটছে তা জানতে যোগাযোগ করে দেশের একটি গণমাধ্যম।

বিষয়টি নিয়ে তিনি বলেন, সারা বছর শুটিং নিয়েই ব্যস্ত থাকতে হয়। তাই ঠিকমত পরিবারের সঙ্গে সময় কাটানো সম্ভব হয় না। অবশ্য মাঝে মধ্যে কিছুটা সময় বের করি পরিবারের জন্য। তবে এবার শুটিং না থাকার কারণে পরিবারের সঙ্গে সময় কাটানোর দারুণ একটা সুযোগ হয়েছে।

চঞ্চল চৌধুরী আরও বলেন, আপাতত ঘরেই আছি। ভিন্নভাবে সময় কাটছে। প্রচুর টেলিভিশন দেখছি। গত সাত বছরে এত সময় ধরে টেলিভিশন দেখা হয়নি। পাশাপাশি স্ত্রী-ছেলেসহ তিনজন মিলে সময় কাটিয়েছি। গ্রামের বাড়িতে মা আছেন। মায়ের শরীর তেমন ভালো না। প্রতিদিন মায়ের সঙ্গে কথা বলছি।

এই অভিনেতা বলেন, নতুন অভিজ্ঞতা হয়েছে গত কয়েকদিনে। সবকিছু আবার স্বাভাবিক হোক, এই কামনাই করছি।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে। ইতোমধ্যে চলমান কারফিউ আরও শিথিল করেছে সরকার। পাশাপাশি মহাসড়কগুলোতেও শুরু হয়েছে যান চলাচল।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবু সাঈদ হত্যা: হঠাৎ আলোচনায় বেরোবি শিক্ষকের ফেসবুক পোস্ট
ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি, তালিকায় যে ৯২ পুলিশ কর্মকর্তা
রিকশার পাদানিতে গুলিবিদ্ধ নাফিজের মরদেহ, মামলা করলেন বাবা
আন্দোলন নিয়ে লেখা হায়দার হোসেনের গান যে কারণে প্রকাশ পায়নি