• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিয়েতে ‘সেরা উপহার’ পেয়ে আপ্লুত সোনাক্ষী 

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১২ জুলাই ২০২৪, ১৫:০৪
ছবি : সংগৃহীত

ধর্ম বাধা হতে পারেনি। ভারতের বিশেষ বিবাহ আইনে গত ২৩ জুন নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। এসময় তারা অনুষ্ঠানে নানা রকম উপহার পেলেও ‘দাবাং’ অভিনেত্রীর মন ছুঁয়েছে একটি বিশেষ উপহার। যা তিনি তার বন্ধুদের কাছ থেকে পেয়েছেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের তথ্যমতে, সোনাক্ষীর বেশ কয়েকজন বন্ধু তার বিয়ে উপলক্ষে আগামী এক বছর বিশেষভাবে সক্ষম এক শিশুর পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। আর এমন উপহারেই আপ্লুত তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সে কথাও।

সোনাক্ষী লিখেছেন, প্রত্যেকের জীবনে এমন বন্ধু থাকা উচিত। এটাই আমার বিয়ের সেরা উপহার।

প্রসঙ্গত, বিয়ের মাধ্যমে সাত বছরের প্রেম পূর্ণতা পেয়েছে সোনাক্ষী-জাহিরের। সালমানের দেওয়া এক পার্টিতেই প্রথম দেখা হয়েছিল তাদের। সেখান থেকেই বন্ধুত্ব অতঃপর প্রেম এবং বিয়ে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তঃসত্ত্বার গুঞ্জনে মুখ খুললেন সোনাক্ষী
মাঠে ফিরেই রিয়াল মাদ্রিদকে জয় উপহার দিলেন ভিনিসিয়ুস
গণ-অভ্যুত্থানে শহীদ সুমনের পরিবারকে ইজিবাইক উপহার
ওয়ালটনে চাকরি, পাবেন জন্মদিনের উপহার