• ঢাকা শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১
logo

নাঈমের দোষ একটাই: নাদিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৮ জুলাই ২০২৪, ১৮:১০
ছবি: সংগৃহীত

নাদিয়া আহমেদ। একাধারে তিনি মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী। সম্প্রতি বহুমাত্রিক প্রতিভার অধিকারী এ তারকা মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। কথা বলেছেন নানা বিষয় নিয়ে। এক পর্যায়ে উঠে আসে সাংসারিক জীবনের কথা।

নাদিয়া তখন বলেন, সংসার জীবনে ভালো থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া ও সহনশীলতা। সেটা আমাদের মধ্যে আছে। তাছাড়া দুজনেরই রয়েছে ছাড় দেওয়ার মন-মানসিকতা। তাই ভালোই কাটছে। তবে নাঈমের দোষ একটাই, ও অনেক কিছু ভুলে যায়। অনেক সময় কিছু একটা বলল বা তাকে বলা হলো, সেটা সে ভুলে বসে থাকে।

তিনি আরও বলেন, এসবের বিপরীতে নাঈমের গুণের সংখ্যা অনেক। সবার আগে সে পরিবারকে প্রায়োরিটি দেয়। এ বিষয়টা আমার কাছে দারুণ লাগে।

প্রসঙ্গত, দেশীয় টেলিভিশনের তারকাদম্পতি এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ। সম্প্রতি মুক্তি পেয়েছে নাঈম অভিনীত ওয়েব সিরিজ ‘কালপুরুষ’। এতে তার অভিনয় সর্বমহলে প্রশংসিত হয়েছে। পাশাপাশি নাদিয়াও ব্যস্ত রয়েছেন নাটকের কাজ নিয়ে।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ (৬ সেপ্টেম্বর) যা দেখবেন
আজ নাদিয়ার জন্মদিন
অভিনেতা নাঈমের নতুন গান 
চঞ্চল-নাঈমের প্রশংসায় তানজিকা