• ঢাকা মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১
logo

কাটপিস যুগের নায়িকা হয়ে আসছেন ঋতুপর্ণা

আরটিভি নিউজ

  ০৮ জুলাই ২০২৪, ১৭:৩৯

ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কলকাতার পাশাপাশি বাংলাদেশের অনেক ছবিতেই কাজ করেছেন তিনি। এবার এই অভিনেত্রী সময়ের আলোচিত নির্মাতা রাশিদ পলাশের ‘তরী’ শিরোনামের ছবিতে কাজ করতে যাচ্ছেন।

নতুন চলচ্চিত্রটি নিয়ে রাশিদ পলাশ বলেন, ‘তরী’তে ঋতুপর্ণা অভিনয় করবেন কাটপিসের যুগের একজন শিল্পীর চরিত্রে। আগামী সেপ্টেম্বরে ঢাকায় এসে শুটিংয়ে যোগ দেবেন অভিনেত্রী। এরইমধ্যে তরীর প্রথম লটের শুটিং শেষ করেছি। এখন শেষ লটের প্রস্তুতি নিচ্ছি। ঋতুদির বিষয়টি এখনই জানাতে চাইনি। তবে প্রোডাকশন থেকে যেহেতু খবরটি ছড়িয়ে গেছে, তাই এটা অস্বীকার করার কিছু নেই। তবে ছবির আরও কিছু চমক আছে।

‘তরী’র গল্প লিখেছেন আহাদুর রহমান, চিত্রনাট্য ও সংলাপ করেছেন গোলাম রাব্বানী। পুণ্য ফিল্মসের ব্যানারে এ বছরই শুটিং-ডাবিং সম্পন্ন করে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালকের।

গত ঈদে মুক্তি পেয়েছে রাশিদ পলাশের 'ম‌য়ূরাক্ষী' ঢাকায় টানা দুই সপ্তাহ ছবিটির প্রদর্শনী শেষে বর্তমানে ঢাকার বাইরে ছবিটির প্রদর্শনী হচ্ছে। ‘রঙবাজার’ নামে তার আরেকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পালিয়ে গেলেন ঋতুপর্ণা
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন: ইয়াও ওয়েন
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন
বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে নাক না গলাতে মমতাকে বার্তা নয়াদিল্লির