• ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১
logo

নতুন আলোচনায় ‘বারবি’ অভিনেত্রী মার্গট রবি

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৮ জুলাই ২০২৪, ১৫:০৬
মার্গট রবি
মার্গট রবি

গেল বছর বক্সঅফিসে বাজিমাত করেছিল গ্রেটা গারউইকের নির্মিত সিনমো ‘বারবি’। এতে প্রধান চরিত্রে দেখা যায় হলিউড অভিনেত্রী মার্গট রবিকে। সিনেমায় তার অভিনয় বিশ্বব্যাপী দর্শকের নজর কেড়েছিল। এরপর অভিনেত্রীর নতুন কোনো সিনেমা মুক্তি না পেলেও তাকে নিয়ে চলছে নতুন আলোচনা।

দ্য ইন্ডিপেন্ডটের প্রতিবেদন থেকে জানা যায়, প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন মার্গট রবি। বর্তমানে চলচ্চিত্র প্রযোজক ও স্বামী টম অ্যাকারলির সঙ্গে নতুন অতিথির আগমনের অপেক্ষায় প্রহর গুনছেন তিনি।

মূলত সামাজিক যোগযোগমাধ্যমে ইতালিতে দুজনের অবকাশ যাপনের কিছু ছবি প্রকাশ হওয়ার পর থেকেই মার্গট রবির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নজরে আসে ভক্তদের। ছবিতে অভিনেত্রীর বেবি বাম্প দেখা যায়।

ফলে তার মা হওয়ার বিষয়টি আলোচনায় উঠে আসে। যদিও এখন পর্যন্ত মার্গট রবি কিংবা তার স্বামীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

প্রসঙ্গত, ২০১৩ সালে ‘ওয়ার্ল্ড ওয়ার টু’-এর সেটে একে ওপরের প্রেমে পড়েন মার্গট রবি-টম অ্যাকারলি। পরে ২০১৬ সালে বিয়ে করেন। তবে নিজেদের দাম্পত্য জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন তারা।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়