• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শ্যামল-শিমুর ‘সন্তান’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ডিসেম্বর ২০১৭, ১৩:২৬

রাহীকে ভালোবাসে আদনান। তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আদনানের মা রাহীর সঙ্গে আলাদাভাবে কথা বলতে চান। আদনান রাহীকে মায়ের সঙ্গে দেখা করতে বলেন।

কিন্তু রাহী আদনানের মায়ের সঙ্গে দেখা করার পর থেকে বদলে যায়। আদনানের সঙ্গে আর যোগাযোগ রাখে না। হঠাৎ কেন এভাবে বদলে গেলো রাহী? বুঝতে পারে না আদনান।

মায়ের কাছে জানতে চান, রাহীর সঙ্গে তার কি কথা হয়েছে? রাহীকে সে কি বলেছে, যার জন্য রাহি তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। কিন্তু মায়ের নিরবতার রহস্য বুঝতে পারে না আদনান।

এভাবেই এগিয়ে যায় ‘সন্তান’নাটকের গল্প। মীরা মাল্টিমিডিয়ার ব্যানারে র্নিমিত নাটকটি আজ শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ৮টায় দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে দেখানো হবে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সুমাইয়া শিমু, শ্যামল মাওলা, শেলি আহসান , আব্দুল্লাহ রানাসহ অনেকে।

আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ রুবেল আহমেদ। নির্মাতা জানান, ভিন্ন ধাঁচের একটা গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। শিল্পীদের অভিনয়ও খুবই ভালো হয়েছে। সব মিলিয়ে নাটকটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০০ হলে মুক্তি পাবে ‘ডেডবডি’
থানচিতে গোলাগুলির মধ্যে আটকা শ্যামল মাওলাসহ শুটিং ইউনিট
X
Fresh