• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

‘নীল জোছনা’ দিয়ে ফের সিনেমায় পার্থ বড়ুয়া

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৬ জুলাই ২০২৪, ১৯:৫০
ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া। গানের পাশাপাশি প্রায়ই অভিনয় করেন নাটক-সিনেমায়। তারই ধারাবাহিকতায় ফের বড় পর্দায় দেখা মিলবে এই ‘সোলস’ কর্তার। সিনেমার নাম ‘নীল জোছনা’। এটি পরিচালনা করছেন ফাখরুল আরেফীন খান। সব ঠিক থাকলে চলতি মাসেই এর শুটিংয়ে অংশ নেবেন পার্থ।

গণমাধ্যমকে তিনি বলেন, নির্মাতা ফাখরুল আরেফীন খানের সঙ্গে আমার বন্ধুত্ব দীর্ঘদিনের। গল্প আর চরিত্র পছন্দ হয়েছে বলেই এবারই প্রথমবারের মতো আরেফীনের সিনেমায় অভিনয় করছি। আশা করি, দারুণ একটি কাজ হবে। দর্শকরা উপভোগ করবেন।

নির্মাতা ফাখরুল আরেফীন খান বলেন, ডা. তরফদার চরিত্রের জন্য পার্থ বড়ুয়া মানানসই হবে। সেই জায়গা থেকে তার সঙ্গে যোগাযোগ করি এবং তিনি চিত্রনাট্য দেখে সিনেমায় অভিনয়ের জন্য রাজি হন। এ ধরনের চরিত্রে পার্থ দাকে এর আগে কেউ দেখেননি।

সরকারি অনুদানের সিনেমা ‘নীল জোছনা’ নির্মিত হচ্ছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে।

প্রসঙ্গত, ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে অভিনেতা হিসেবে দর্শকদের মন জয় করেন পার্থ বড়ুয়া। পরে অভিনয় করেন ‘মেড ইন চিটাগং’ সিনেমায়।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরব হলেন জেমস-পার্থ
শাফিন আহমেদের মৃত্যুতে স্তব্ধ শিল্পীরা
‘নীল জোছনা’ দিয়ে ১৬ বছর পর সিনেমায় শাওন
হিউস্টনে প্রথমবার সোলস