• ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
logo

জন্মদিনে জয়ার বিশেষ উপহার

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০১ জুলাই ২০২৪, ১৪:৩১
ছবি : সংগৃহীত

দুই বাংলার দর্শকনন্দিত অভিনেত্রী জয়া আহসানের আজ জন্মদিন। দিনটি ঘিরে তার ভক্তদের উচ্ছ্বাসের শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় সবাই প্রিয় অভিনেত্রীকে শুভেচ্ছায় সিক্ত করছেন। ভালোবাসাস্বরূপ অভিনেত্রীও ভক্তদের দিয়েছেন বিশেষ উপহার।

সোমবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয়া প্রকাশ করেছেন নিজের নতুন সিনেমা ‘ওসিডি’র ঝলক।

ক্যাপশনে লিখেছেন, চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়? জীবনের কলঙ্ক? সমাজের কলঙ্ক? উত্তর নিয়ে আসছে #ওসিডি…এবার প্রাণপণে সরাবে জঞ্জাল!

ওসিডি সিনেমার পরিচালক সৌকর্য ঘোষাল। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার চরিত্রের নাম শ্বেতা।

করোনাকালে লকডাউনের মধ্যে গল্পটি মাথায় আসে পরিচালকের। ওসিডি অর্থ অবসেসিভ কমপালসিভ ডিজওর্ডার। এই সমস্যায় শ্বেতা ভুগছেন কিনা, সেই দ্বন্দ্বের মধ্যে দিয়েই এগিয়ে যাবে শ্বেতার চরিত্র। এটি মূলত একটি সাইকোলজিক্যাল ড্রামা।

১২৬ মিনিট দৈর্ঘ্যের ‘ওসিডি’তে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে কৌশিক সেন, ফজলুর রহমান বাবু, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য প্রমুখ অভিনয় করেছেন।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছড়ার জাদুকর জগলুল হায়দারের জন্মদিন আজ
আমেরিকা থেকে ফিরেই জয়ের জন্য কেক নিয়ে হাজির শাকিব
শেখ হাসিনার জন্মদিনে নোবিপ্রবিতে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ   
শাকিবের এক পুত্রের জন্মদিনে আরেক পুত্রের শুভেচ্ছা