• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

মারামারি কাণ্ডে নির্মাতা বললেন, এমনটা প্রায়ই ঘটে

আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২৪, ১৮:১৬
সংগৃহীত
ছবি : সংগৃহীত

এবার ঈদে মুক্তি পেয়েছে পাঁচ চলচ্চিত্র। এক এক সিনেমা এক এক ধাঁচের। সেই সিনেমাগুলোর মধ্য থেকেই ‘ময়ূরাক্ষী’ সিনেমার পরিচালকের সঙ্গে প্রযোজক-নায়িকার তুমুল দ্বন্দ্ব বাধে; যা গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত। যে দ্বন্দ্ব এখন টক অব দ্য কান্ট্রি।

জানা গেছে, ‌‘ময়ূরাক্ষী’ সিনেমার প্রযোজক সব শিল্পীর পারিশ্রমিক পরিচালকের হাতে দিলেও তিনি শিল্পীদের ঠিকমতো পরিশোধ করেননি। ফলে নায়িকার সঙ্গে দ্বন্দ্ব বাধে নির্মাতার। ফলশ্রুতিতে পরিচালক রাশিদ পলাশকে চড় মাড়েন ববি হক।

ঈদের দ্বিতীয় দিন (১৮ জুন) রাতে ঘটনাটি নিকেতনের একটি বাসায় ঘটেছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান আজ ইন্টারন্যাশনাল নিউজজিকে নিশ্চিত করেছে। সিনেমাটির নির্বাহী প্রযোজক শাহাদাত হোসেন লিটনও এই দ্বন্দ্বের সত্যতা শিকার করেছেন। বিষয়টি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

এদিকে এমন ঘটানার পর আরটিভি একাধিকবার নির্মাতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কিছুই বলেননি। অবশেষে রোববার (৩০ জুন) বিষয়টি নিয়ে মুখ খুললেন নির্মাতা রাশিদ পলাশ।

আরটিভিকে তিনি বলেন, আসলে সিনেমাটিতে ববির সিক্যুয়েন্স ছিল ১১টি। আমরা ৯দিনে তার ১১টি সিক্যুয়েন্স শুট করেছি। আর এর কারণ হলো ববি কখনোই সময়মতো শুটিং সেটে আসত না। কল টাইম সকাল ৭টায় থাকলে সে আসত সন্ধ্যা ৬ টায়। এরপরেও আমি ববিকে বলেছিলাম আর কিছুদিন শুটিং করতে যেন কাজটি ভালো হয় কিন্তু সে আমাকে সময় দেয়নি।

তিনি আরও বলেন, ববি তার বন্ধু-বান্ধবীদের নিয়ে সিনেমাটি দেখতে গেলে তাকে অনেকেই বলে তার চরিত্র খুবই কম, যা নিয়ে পরবর্তীতে ববি ক্ষেপে যায় আমার ওপর।

মারামারির প্রসঙ্গ টেনে এই নির্মাতা বলেন, ববির সঙ্গে আমার ফ্রেন্ডলি সম্পর্ক। গায়ে হাত তোলার বিষয়টি নতুন কিছু নয়। প্রায়ই আমাদের এমন ঘটনা ঘটে। সেদিন আমরা ক্লোজডোরে ববিসহ সিনেমার কয়েকজন কথা বলছিলাম। সেদিনও আমাকে ধাক্কা দিয়েছিল সেটার কোনো ভিডিও কেউ করে দেখায় সেটা অন্যদের চোখে ভালো দেখাবে না। আমাদের সম্পর্কের জায়গা থেকে এটা করতে পারে। বিষয়টি যেভাবে বলা হচ্ছে, আসলে তেমন না। আর মারামারি হতে হলে তো দুইটি পক্ষ লাগবে তাই না?

এ ঘটনার পর ববির সঙ্গে আপনার কথা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে রাশিদ পলাশ বলেন, বিষয়টি এভাবে ছড়িয়ে পড়ার পর ববির সঙ্গে আমি আর যোগাযোগ করিনি। কিছুদিন পর হয়তো সব ঠিক হয়ে যাবে।

ববির পারিশ্রমিক ঠিকভাবে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ বিষয় রাশিদ পলাশ বলেন, ববির সঙ্গে আমার কথা হয়েছিল ৩ লাখ টাকা দেওয়ার। আমি ৩ লাখই দিয়েছি। ববি এখন পাঁচ লাখ টাকা দাবি করলে আমার কী করার থাকে! তা ছাড়া সিনেমায় ববি তার মতো ড্রেস পরে আসত।

প্রসঙ্গত, ২০২২ সালের ১ ফেব্রুয়ারি এফডিসিতে ‘ময়ূরাক্ষী’ সিনেমার শুটিং শুরু হয়। থেমে থেমে কয়েক দফায় শুটিং করে সিনেমাটির কাজ শেষ হয়। প্রেম ও প্রতারণার গল্পে নির্মিত সিনেমাটি ঈদুল আজহার দিন নামেমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু
উপাচার্য নিয়োগের দাবিতে চবির প্রধান ফটকে তালা
ঢাবিতে বিনা খরচে গণবিয়ের আয়োজন, পাত্রপাত্রীর সন্ধানে শিক্ষার্থীরা
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য