• ঢাকা রোববার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
logo

ঈদ আয়োজনের সপ্তম দিন 

আরটিভিতে ইয়াশ রোহানের ‘প্রিয় মানুষের ঘ্রাণ’

আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২৪, ১৪:১৫
ছবি : আরটিভি

আসাদুল সাহেব দেশে একা থাকেন। স্ত্রী মারা গেছেন বেশ কিছুদিন আগে। একমাত্র ছেলে আসিফ বিদেশে থাকে। আসাদুল সাহেব আলঝেইমার্স রোগে আক্রান্ত। সবকিছু ভুলে যান, ভুলভাল বলেন। এদিকে-ওদিকে চলে যান। তার দেখভাল করার জন্য ববি নামে একটা মেয়েকে রাখা হয়েছে। বাবার অবস্থা বেশ খারাপ, এই খবর পেয়ে বিদেশ থেকে দেশে ফিরে আসে আসিফ।

এমন গল্পেই নির্মিত হয়েছে একক নাটক ‘প্রিয় মানুষের ঘ্রাণ’। এটি পরিচালনা করেছেন জামান মল্লিক। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও অনিন্দিতা মিমি।

নাটকটি নিয়ে নির্মাতা জামান মল্লিক বলেন, খুবই সুন্দর গল্পের নাটক ‘প্রিয় মানুষের ঘ্রাণ’। নির্মাণের ক্ষেত্রেও চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দেওয়ার। অভিনয়শিল্পীরাও খুব ভালো করেছেন। আশা করি, নাটকটি দেখে দর্শক তৃপ্ত হবেন।

ঈদের সপ্তম দিন (২৩ জুন) রাত ৮টা ৩০মিনিটে এটি আরটিভিতে প্রচারিত হবে। একইসঙ্গে নাটকটি ইউটিউবে দেখতে চোখ রাখুন Rtv Drama ইউটিউব চ্যানেলে।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ (৯ নভেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (৭ নভেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (৬ নভেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (৫ নভেম্বর) যা দেখবেন