হাসপাতালে সুজেয় শ্যাম, সর্বশেষ যা জানা গেল
শ্বাসকষ্টের সমস্যা নিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১১ জুন থেকে তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন। সর্বশেষ অবস্থা জানতে গণমাধ্যমকর্মীরা যোগাযোগ করে তার পরিবারের সঙ্গে।
সুজেয় শ্যামের মেয়ের স্বামী দীপংকর দে জানান, এমনিতেই তার (সুজেয় শ্যাম) শ্বাসকষ্টের সমস্যা আছে। কয়েকদিন আগে এই সমস্যা আবার দেখা দেয়। আমরা একাধিক হাসপাতালে তাকে নিয়ে যাই। পরীক্ষা করে জানতে পারি ওনার হার্টের রিদমে সমস্যা হচ্ছিল। পরে চিকিৎসকের পরামর্শে পিজি হাসপাতালে নিয়ে আসি।
জানা গেছে, শনিবার (১৫ জুন) সুজেয় শ্যামের এনজিওগ্রাম করার কথা ছিলো। কিন্তু কিছু জটিলতার কারণে সেটা হয়নি। সব ঠিক থাকলে শনিবার (২২ জুন) করা হবে। পেসমেকার বসাতে হবে। ততদিন হাসপাতালেই থাকতে হবে তাকে।
দেশ স্বাধীন হওয়ার আগ থেকে সংগীত নিয়ে কাজ করে চলেছেন সুজেয় শ্যাম। মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত তার সুর করা গানগুলোর মধ্যে ‘বিজয় নিশান উড়ছে ঐ’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম’, ‘আজ রণ সাজে বাজিয়ে বিষাণ’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘ওরে আয়রে তোরা শোন’, ‘আয়রে চাষি-মজুর কুলি’, ‘রক্ত চাই, রক্ত চাই’, ‘আহা ধন্য আমার’ উল্লেখযোগ্য।
মন্তব্য করুন