• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতের পার্লামেন্টে পদ্মাবতী!

বিনোদন ডেস্ক

  ৩০ নভেম্বর ২০১৭, ১৩:৫১

সঞ্জয়লীলা বানশালী পরিচালিত ‘পদ্মাবতী’ ছবির মুক্তি নিয়ে সৃষ্ট বিতর্ক এবার ভারতের পার্লামেন্ট পর্যন্ত গড়াচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া শীতকালীন অধিবেশনে অভিনেত্রী জয়া বচ্চন বিষয়টি উত্থাপন করবেন বলে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে।

এই সিনেমায় ভুল ইতিহাস তুলে ধরা হয়েছে এমন অভিযোগে গুজরাট, রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাবে ‘পদ্মাবতী’ মুক্তি নিয়ে বিক্ষোভ করছে ‘শ্রী রাজপুত কার্নি সেনা’। এরই মধ্যে দেশটির সুপ্রিম কোর্টেও ছবিটিকে নিষিদ্ধ করার জন্য আবেদন করা হয়েছে। কিন্তু সেই আবেদন খারিজ করেন আদালত।

এই ছবিটির শুটিংয়ের সময় থেকেই শুরু হয় বিতর্ক। সিনেমাটির শুটিংয়ের সময় রাজপুত কার্নি সেনার কর্মীরা জয়পুরের নাহারগড় কেল্লায় ঢুকে ছবিটির শুটিংয়ে বাধা দেয়।

এমনকি সেট, ক্যামেরা ভাঙাসহ বানশালীর গায়েও হাত তোলে তারা। এ কারণে শুটিং বন্ধ করে দিতে হয়েছিল বানশালীকে।

এর আগে গত বছর কোলাপুরেও বাধাগ্রস্ত হয় ছবিটির কাজ। তখন প্রপস ও কস্টিউমের ক্ষতি হয়েছিল।

ওই সময় বিষয়টি পার্লামেন্টে উত্থাপন করেন জয়া বচ্চন। এবার ছবিটির মুক্তি নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়টি আরো শক্তভাবে উপস্থাপন করবেন জয়া।

এই অভিনেত্রী আশা করেন পার্লামেন্টের অন্য সদস্যরা তার বক্তব্যকে সমর্থন করবেন।

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh