• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অবসকিওর ব্যান্ডের নতুন অ্যালবাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ নভেম্বর ২০১৭, ১৯:৩৭

আসছে বিজয়ের মাস। আর বিজয়ের মাসের প্রথম দিন প্রকাশ হবে জনপ্রিয় ব্যান্ড অবসকিওরের ১২তম অ্যালবাম। নাম রাখা হয়েছে স্টপ জেনোসাইড।

তবে সিডি আকারে নয়, অ্যালবামটি প্রকাশ হবে শুধু অনলাইনে। এটি অবমুক্ত হবে ব্যান্ডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। এছাড়াও স্পটিফাই, আইটিউনস, সাভন ও গুগল প্লে স্টোরসহ বেশ কিছু অনলাইন প্লাটফর্মে এটি পাওয়া যাবে। এবার কোনো অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থাকছে না অ্যালবামটিতে।

অবসকিওরের প্রধান ও গায়ক সাইদ হাসান টিপু বলেন, ‘‘স্টপ জেনোসাইড’ গানটি রোহিঙ্গাসহ পৃথিবীর সব গণহত্যার বিরুদ্ধে অবসকিওরের প্রতিবাদ। যথারীতি এতে অবসকিওরের নিজস্ব ঘরানার মেলোডি গানের সম্ভারও থাকছে। আর এবারো কলকাতার কবি অমিত গোস্বামী, বাংলাদেশের তানজিল ও মোস্তফা মাহমুদের রচনায় রয়েছে গান।’’

টিপু আরো বলেন, ‘অবসকিওর প্রতি বছর একটি অ্যালবাম উপহার দেবে বলে শ্রোতাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এ বছর ‘স্টপ জেনোসাইড’ সেই প্রতিশ্রুতি রক্ষার একটি দলিল।’

অ্যালবামে গান রয়েছে আটটি। এগুলো হলো হয়তো তোমায়, স্টপ জোনোসাইড, সুচিত্রা সেন, জানি কি জানো না, তুমি ঠিক চলে এসো, বড় একাকী, কৃষ্ণকলি ও আলতাফ।

এম/এসজে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh