• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘সময়টাই শুধু বদলেছে, দ্রৌপদী একই আছে’

পাভেল রহমান

  ২৫ নভেম্বর ২০১৭, ১১:১২

একযুগ পর মঞ্চে এসেছে সাড়া জাগানো নাটক ‘নিত্যপুরাণ’। মাসুম রেজার লেখা ও নির্দেশনায় এই নাটকে দ্রৌপদী’চরিত্রে অভিনয় করছেন বন্যা মির্জা। আজ শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর নাটক সরণীর (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে নাটকটির নবরূপে তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এর আগে গেলো ১০ ও ১১ নভেম্বর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে দুটি প্রদর্শনী হয়েছে। ‘নিত্যপুরাণ’নাটক ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আরটিভি অনলাইনের মুখোমুখি হয়েছিলেন বন্যা মির্জা। সাক্ষাৎকার নিয়েছেন পাভেল রহমান।

‘নিত্যপুরাণ’ নিয়ে জানতে চাই?

এই নাটকে দ্রৌপদী হয়ে মঞ্চে অভিনয় করছি। একযুগ পরে নাটকটি নবরূপে মঞ্চে এসেছে। ২০০৫ সালে নাটকটির সবশেষ মঞ্চায়ন হয়। এটি অবশ্যই ‘দেশ নাটক’র জন্য বিশেষ ঘটনা, আমার কাছে নাটকটির দ্রৌপদী চরিত্রে অভিনয় করাটা বিশেষ আনন্দের। একযুগ আগেও দ্রৌপদী হয়ে মঞ্চে অভিনয় করেছি, এখনো করছি।

একযুগ পর দ্রৌপদী করতে গিয়ে কোনো পার্থক্য অনুভব করছেন?

সময়টাই শুধু বদলেছে, দ্রৌপদী তো একই আছে। একইসঙ্গে আমার জীবনের ১২ বছরের নতুন অভিজ্ঞতা যুক্ত হয়েছে। ফলে আগে যেমন করতাম এখন তো তেমন হবে না। থিয়েটার এখানেই জীবন্ত। ১২ বছর আগে দ্রৌপদী একরকম অনুভবের জায়গা থেকে করেছি। এখন হয়তো অন্যরকম অনুভবের জায়গা থেকে করবো। তবে চেষ্টা করেছি ১২ বছর আগে যে অপূর্ণতাগুলো ছিল সেগুলো পূরণ করতে।

মঞ্চে কবে যুক্ত হয়েছিলেন?

আমি মেট্রিক পাস করার পর থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত। এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে গ্র্যাজুয়েশন করেছি। থিয়েটার ভালোবাসতাম বলেই নাট্যকলা নিয়ে পড়ালেখা করেছি। নাট্যকলা পড়তে গিয়ে অনেক বড় বড় শিক্ষকের সান্নিধ্য পেয়েছি। তাদের কাছ থেকে শিখেছি, এখনো শিখছি।

সমকালীন নাট্যচর্চা নিয়ে বলুন?

মঞ্চে অভিনয়ের জন্য প্রচুর প্রস্তুতির দরকার হয়। আমাদের থিয়েটারে আসলে সেই সুযোগ থাকে না। আমি নিজেকে দিয়েই যদি বলি, পেশাগতভাবে আমি একটা চাকরির সঙ্গে যুক্ত। আমার মতো অনেকেই অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত থেকে থিয়েটার করেন। আসলে থিয়েটার ফুল টাইম চর্চার বিষয়। পেশাদারিত্ব যদি তৈরি হয় তবে অনেকেই আছেন ফুল টাইম থিয়েটার করবেন। আমি অনেককে চিনি যারা টেলিভিশনে খ্যাতি পেয়েছেন, তাদেরকে যদি প্রতি মাসে ২০/৩০ হাজার টাকা দেয়া হয় তারা সব ছেড়ে শুধু থিয়েটার করবেন। আমাদের থিয়েটারে পেশাদারিত্ব তৈরি এখন সময়ের দাবি।

টিভি নাটকেও আপনাকে কম দেখা যাচ্ছে?

যেহেতু আমি চাকরি করছি আমাকে সেখানেও সময় দিতে হয়। ফলে টিভি নাটকে একটু কমই কাজ করা হচ্ছে। তবে মাঝে মাঝে কিছু কাজ করছি। চাকরি, থিয়েটার, ব্যক্তিজীবন, সব মিলিয়ে ম্যানেজ করা কঠিন হয়ে যায়।

আপনাকে তেমন সিনেমায় দেখা যায় না?

আমি একেবারেই যে চলচ্চিত্রে অনুপস্থিত তা কিন্তু না। দুই-একটা সিনেমায় কাজ করেছি। আসলে সিনেমায় কাজ করতে গেলে প্রচুর প্রস্তুতি লাগে। সময়, সুযোগ মেলাতে পারলে নিশ্চয় সিনেমায় কাজ করবো। আর এখন তো বেশ ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। সিনেমায় কাজ করার জন্য অনেক বেশি প্রস্তুতির দরকার হয়। সব কিছু সেভাবে মিলে গেলে নিশ্চয়ই কাজ করবো।

পিআর/ এসএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh