• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo

ঈদের ষষ্ঠ দিন আরটিভিতে যা দেখবেন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ এপ্রিল ২০২৪, ০৮:২৯
‘তিন অক্ষরে নাম যার’ নাটকের একটি দৃশ্য
‘তিন অক্ষরে নাম যার’ নাটকের একটি দৃশ্য

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ । একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন-

সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘ভালোবাসার লাভ’। অভিনয় করেছেন- শাকিব খান, পূর্ণিমা প্রমুখ।

দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘জান আমার জান’। অভিনয় করেছেন- শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।

বিকেল৫টা ৩০মিনিটে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে অনুষ্ঠান ‘ঈদ দূর পরবাসে’। গ্রন্থনা- প্রদীপ ভট্টাচার্য্য, প্রযোজক শাহরিয়ার ইসলাম।

বিকেল৬ টায় টক শো ‘ঈদ কার্ণিভাল’। অতিথি করেছেন- আনিকা কবির শখ। উপস্থাপনায়- ইমতু রাতিশ; প্রযোজক দিপু হাজরা।

সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘তিন অক্ষরে নাম যার’।

রচনা ও পরিচালনা- হারুন রুশো।

অভিনয় করেছেন- চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুকিত জাকারিয়া, তানজিম হাসান অনিক, আব্দুল্লাহ রানা, মনিরা আক্তার মিঠু প্রমুখ।

রাত ৭টা ৩০মিনিটে কক নাটক ‘এখানে সাইজ করা হয়’।

পরিচালনা- জাকিউল ইসলাম রিপন।

অভিনয় করেছেন- মারজুক রাসেল, চাষি আলম, অনিক, মিহি আহসান প্রমুখ।

রাত ৮টা ৩০মিনিটে একক নাটক ‘চিটাইগাং ফোয়া সিলেটি ফুড়ি’।

পরিচালনা- এম এইচ রাসেল।

অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি প্রমুখ।

রাত ৯টা ৩০মিনিটে একক নাটক ‘মাইরের উপর ভিটামিন নাই’।

পরিচালনা- জাকিউল ইসলাম রিপন।

অভিনয় করেছেন- যাহের আলভী, অহনা রহমান প্রমুখ।

রাত ১১টায় একক নাটক ‘কেউ কেউ থেকে যায়’।

পরিচালনা- শিশির আহমেদ।

অভিনয় করেছেন- শ্বাশত দত্ত, সাদিয়া আইমান প্রমুখ।

রাত ১১টা ৫৫মিনিটে ঈদ স্পেশাল লাইভ ‘কালার্স অফ মিউজিক’।

রাত ১২টায় মিনিটে ‘নিউজ টপটেন’।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়