• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অস্কারে তৌকীরের 'অজ্ঞাতনামা'

আরটিভি অনলাইন বিনোদন রিপোর্ট

  ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:১২

বাংলাদেশ থেকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৮৯তম আসরে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অংশ নিচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত 'অজ্ঞাতনামা।'

অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান জানালেন, 'প্রতি বছরের মতো অস্কারের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ৯ সদস্যের জুরি বোর্ড গঠন করে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অস্কারে যাচ্ছে চলচ্চিত্রটি।'

সোমবার দুপুরে রাজধানী কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ফেডারেশন ফিল্ম সোসাইটিজ সংবাদ সমম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায়।

এবার বাছাই পর্বে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত তিনটি ও খনা টকিজের একটি ছবি জমা দেয়া হয়। ছবির মধ্যে ছিল- তৌকীর আহমেদের 'অজ্ঞাতনামা,' মেহের আফরোজ শাওনের 'কৃষ্ণপক্ষ', সুমন ধরের 'দর্পণে বিসর্জন' এবং রুবাইয়াত হোসেনের 'আন্ডার কনস্ট্রাকশন।'

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh