• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

একযুগের বন্ধ্যাত্ব ঘুচিয়ে ছিলেন হুমায়ূন আহমেদ

পাভেল রহমান

  ১৩ নভেম্বর ২০১৭, ১৬:৫২

শহীদুল হক পরিচালিত ‘কলমীলতা’ ১৯৮১ সালে মুক্তি পায়। এই ছবিটির পর দীর্ঘ প্রায় ১৩ বছর স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধভিত্তিক কোনো চলচ্চিত্র নির্মিত হয়নি। ‘আগুনের পরশমণি’ নির্মাণের মধ্য দিয়ে একযুগের সেই বন্ধ্যাত্ব ঘুচিয়ে ছিলেন হুমায়ূন আহমেদ। এনেছিলেন মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নির্মাণে নতুন গতি।

১৯৯৪ সালে সরকারি অনুদানে হুমায়ূন আহমেদ নির্মাণ করেছিলেন ‘আগুনের পরশমনি’। মুক্তি পায় ১৯৯৫ সালে। মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ঢাকায় মুক্তিবাহিনীর অভিযান। আর মধ্যবিত্ত একটি পরিবারের সংকট ছবিটিতে তুলে ধরেছেন। এ ছবিতে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, ডলি জহুরসহ অনেকে। ছবিটি ৮টি শাখায় অর্জন করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এরপর ১৯৯৮ সালে ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রেও মুক্তিযুদ্ধ প্রসঙ্গ তুলে ধরেন। চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দেয়া ম্যাজিশিয়ান হুমায়ূন আহমেদ প্রায় দুই দশকে নির্মাণ করেছেন ৮টি চলচ্চিত্র। এই ৮টি ছবি হল- আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা, শ্যামল ছায়া, নয় নম্বর বিপদ সংকেত, আমার আছে জল এবং সবশেষে ঘেটুপুত্র কমলা।

হুমায়ুন আহমেদ নির্মিত দ্বিতীয় ছবি শ্রাবণ মেঘের দিন ১৯৯৯ সালে নির্মিত হয়। অভিনয় করেন জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, মেহের আফরোজ শাওন, মুক্তি, গোলাম মুস্তাফা, আনোয়ারা, শামীমা নাজনীন, সালেহ আহমেদ, ডা. এজাজুল ইসলাম ও আরো অনেকে। ছবিটি ১৯৯৯ সালে ৭টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।