• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

উন্মুক্ত হচ্ছে ‘বাহুবলী’র শুটিং স্পট

বিনোদন ডেস্ক

  ০৪ নভেম্বর ২০১৭, ১২:৪৮

বলিউডের ব্যয়বহুল ছবি ‘বাহুবলী’। এই ছবির সাফল্যের পর ‘বাহুবলী : দ্য কনক্লুশন’ একই ভাবে বক্স অফিসের সব রেকের্ড ভেঙে দেয়। শুধু ভারত নয় সারাবিশ্বেই ‘বাহুবলী’ সিরিজের ছবি আলোড়ন সৃষ্টি করে।

আর এই ছবির শুটিং স্পট ছিল দারুণ। নজরকাড়া কারুকার্যে ছবির দৃশ্যগুলো উপস্থাপন করা হয়।

ছবিতে মাহেশমতি নামে যে রাজ্য দেখানো হয়েছিল তা এবার বাস্তবে দেখার সুযোগ পাবেন বাহুবলীর ভক্তরা। ‘বাহুবলীর’ ওই শুটিং স্পটকে পর্যটন কেন্দ্র করা হয়েছে।

এবার সবাই নিজ চোখে দেখতে পারবেন বলিউডে বক্স অফিস হিট করা ছবির শুটিং স্পট।মাহেশমতি শুটিং স্পট ‘বাহুবলী’ সিরিজের শুটিং হয়েছিল রামোজি ফিল্ম সিটিতে। এই শুটিং স্পটটি ভক্তদের জন্য পর্যটন কেন্দ্র হিসেবে সংরক্ষণ করা হয়েছে।

এতে প্রবেশ মূল্য রাখা হয়েছে ১ হাজার ২৫০ থেকে দুই হাজার ৩৪৯ ভারতীয় রুপি। ফিল্ম সিটির ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং দেয়া যাবে। আসছে ১৪ ডিসেম্বর এই পর্যটন কেন্দ্র দর্শনার্থীদের প্রবেশের জন্য উন্মক্ত করা হবে।

২০১৫ সালে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ মুক্তি পায়। বক্স অফিস কাঁপিয়ে ছবিটি সেসময় আয় করে ৫০০ কোটি রুপিরও বেশি।

চলতি বছর ছবির সিক্যুয়েল ‘বাহুবলী দ্য কনক্লুশন’। অভিনয় করেছেন দক্ষিনি ছবির সুপারস্টার প্রভাস, রানা দগুবতী, আনুশকা শেঠী, তামান্না ভাটিয়া, সত্যরাজ ও রামায়া কৃষ্ণা। ছবিটি পরিচালনা করেছেন এস এস রাজমৌলি।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁর মাঠ কাঁপাচ্ছে বাহুবলী টমেটো
জয়পুরহাটের মাঠে বাহুবলী টমেটো
বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে গর্ভপাত করান ‘বাহুবলী’র অভিনেত্রী
X
Fresh