• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘বিয়ে করলে ঘোষণা দিয়েই করব’

এ এইচ মুরাদ

  ০৩ নভেম্বর ২০১৭, ১৩:৩১

সুন্দরী নায়িকা হিসেবে পরিচিত তমা মির্জা। রূপের সঙ্গে অভিনয় গুণের মিশেলে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুক্রবার (৩ নভেম্বর) মুক্তি পেয়েছে তার ক্যারিয়ারের ১৪তম ছবি ‘গেম রিটার্নস’। ছবিটি মুক্তি উপলক্ষ্যে তমা মির্জা মুখোমুখি হয়েছেন আরটিভি অনলাইনের। কথার পিঠে কথার ডালপালা ছাড়িয়ে গেম রিটার্নস, চলচ্চিত্র থেকে বিরতি নেয়া, পছন্দের নায়ক, নতুন কাজ ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন। তমা মির্জার দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক এ এইচ মুরাদ। আজ ছাপা হলো দ্বিতীয় ও শেষ কিস্তি।

ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আপনার ভাবনা কী?

আমার তমা মির্জা নামটা ইন্ডাস্ট্রি দিয়েছে। অনেকেই বলে থাকেন ইন্ডাস্ট্রির অবস্থা ভালো না। আমি বলবো ইন্ডাস্ট্রি নিয়ে আজ এতো কথা বলতে পারছ, এখানে কাজ করেছ বলে। যারা ইন্ডাস্ট্রি নিয়ে এসব কথা বলে আমি বলব তাদের ইন্ডাস্ট্রির প্রতি শ্রদ্ধাবোধ নেই। আমাদের দেশের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে। কলকাতার ইন্ডাস্ট্রির অবস্থাও কিন্তু ভালো না। ওদের দেশের হিন্দি, তামিল, তেলেগু ছবি দেখার কেউ যদি মনে করে তখন কলকাতার ছবি দেখে।

একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘মিশন আমেরিকা’সহ কয়েকটি ছবিতে আপনার অভিনয়ের কথা ছিল।