• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

‘হর্নমুক্ত বাংলাদেশ’ চান অভিনেতা শাহেদ আলী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ অক্টোবর ২০১৭, ১৯:৩৯

মঞ্চ ও টিভি অভিনেতা শাহেদ আলীর ফেসবুক পাতার প্রোফাইল ছবি দেখে কিছুটা কৌতূহল জাগতে পারে।

এই অভিনেতার হাতে রয়েছে একটি প্ল্যাকার্ড; সেখানে লেখা রয়েছে ‘হর্নমুক্ত বাংলাদেশ’।

ছবিটিতে আরো একজন আছেন তার হাতের প্লাকার্ডে লেখা, ‘আমরা হর্ন বাজাই না বন্ধু’।

বিষয়টি নিয়ে আরটিভি অনলাইন কথা বলে অভিনেতা শাহেদ আলীর সঙ্গে।

তিনি বলেন, ‘এক ধরনের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই প্ল্যাকার্ডটি হাতে নিয়ে প্রচারণা চালানোর চেষ্টা করছি।

নাজমুল হুদা নামের একজন অনলাইনে ‘আমরা হর্ন বাজাই না বন্ধু’ নামের একটি সংগঠন গড়ে তুলেছেন। তার সঙ্গে আরো অনেকেই যুক্ত আছেন। মনে হল- বিষয়টি নিয়ে সচেতনতা জরুরি।

অনলাইন ভিত্তিক সংগঠন ‘আমরা হর্ন বাজাই না বন্ধু’ এর অ্যাডমিন নাজমুল হুদা আরটিভি অনলাইনকে বলেন, অতি উচ্চস্বরের (হাইড্রোলিক) হর্ন একটি মানবঘাতক।

এটি ধীরে ধীরে মানুষকে পঙ্গু ও বধির করে দিচ্ছে। হার্টের রোগ, শ্রবণশক্তি হ্রাস, মেজাজ খিটখিটে করাসহ নানা ধরনের মানসিক ও শারীরিক অসুস্থতার অন্যতম কারণ এই হাইড্রোলিক হর্ন। সে কারণে হর্ন বাজালে মানুষের প্রচুর ক্ষতি হয়।

তিনি আরো বলেন, আমরা গাড়ি চালানোর সময় অনবরত প্রয়োজন ছাড়াই হর্ন বাজিয়ে চলি।

এটা এখন সামাজিক ব্যাধি। এর থেকে সমাজকে মুক্ত করতে হলে চাই জনসচেতনতা। সে কারণে 'আমি হর্ন বাজাই না বন্ধু' গ্রুপের সৃষ্টি হয় চলতি বছরের জুনে।

এরপর থেকে গ্রুপটি বিভিন্নভাবে চালক ও পথচারীদের সচেতনতার কাজ করে যাচ্ছে।

পিআর/এসজে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh