• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সিনেমার গানে আর শোনা যাবে না লতার কণ্ঠস্বর

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০২

আজ ২৮ সেপ্টেম্বর ৮৮ বছরে পা রাখলেন ‘ভারতের নাইটিঙ্গেল’ লতা মঙ্গেশকর। বাংলা ও হিন্দি গানের জনপ্রিয় এই শিল্পীর জন্মদিনে আরটিভি অনলাইন পরিবারের শুভেচ্ছা।

বরেণ্য এ সঙ্গীতশিল্পী চলচ্চিত্রের জন্য গান গাইতে শুরু করেছিলন ১৯৪২ সালে। তখন লতার বয়স ছিল মাত্র ১৩ বছর। দেখতে দেখতে সঙ্গীত জগতে ৭৫ বছর পূর্ণ করেছেন চলতি বছরেই।

জন্মদিনে লতা জানালেন আরো গান গাইতে চান তিনি; তবে সিনেমায় আর প্লেব্যাক করবেন না তিনি।

ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর জানিয়েছেন, আধ্যাত্মিক সঙ্গীত, ভজন সবই গাইবেন কিন্তু বলিউড, টালিউডের জন্য আর গান গাইতে চান না।

জন্মদিন নিয়ে তিনি আরো জানান, ছোটবেলা থেকেই জন্মদিন নিয়ে আমার কোনো উত্তেজনা ছিল না, এখনো নেই। এমনকী যখনই কেউ আমার জন্মদিন উদযাপন করে আমি একেবারেই খুশি হই না। তবে ছোটবেলায় জন্মদিনে কেউ না কেউ আমাকে নতুন জামা উপহার দিত। আমার জন্মদিনে মাকে দেখেছি পুজো দিতে, আর পুজোর পর আমার জন্য মিষ্টিও থাকত। ছোটবেলায় এভাবেই আমার জন্মদিন পালিত হত।

জন্মদিনে নিজের ইচ্ছের কথা বলতে গিয়ে তিনি বলেন, শুধু জন্মদিনের ইচ্ছে নয়, বাকি জীবনের প্রতিটা দিনই আমি গান গাইতে চাই, এটাই আমার ইচ্ছে।

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অমিতাভ বচ্চনের মুকুটে নতুন পালক
X
Fresh