• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঈদের ধারাবাহিক 'বউ তুমি কার'

আরটিভি অনলাইন বিনোদন রিপোর্ট

  ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০২

জনপ্রিয় নির্মাতা সালাহ্উদ্দিন লাভলু আরটিভির জন্য তৈরি করেছেন ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক 'বউ তুমি কার।'

গল্পে দেখা যাবে, সাজানো নৌকা থেকে নতুন বউ নামলো, সঙ্গে বাদ্য-বাজনার দলও আছে, নেই শুধু বর। গ্রাম নাচিয়ে, বাদ্য-বাজনা বাজিয়ে নতুন বউ গ্রামের পথ ধরে যাচ্ছে মানুষ তো জানতে চাইবে না কার বউ তা কেমন করে হয়। সবার মতো এ বাড়ির মনি আর ঐ বাড়ির মালাও ছুটে আসে নতুন বউ দেখে। গ্রামের কোনো ছেলে বিয়ে করতে গেছে এমন কথাতো শোনেনি ওরা! তাহলে এ বউ কার বাড়ির বউ- এমন প্রশ্ন যখন সবার মনে তখনই বাধে বিপত্তিটা। নতুন বউ নাকি যাচ্ছে কাপ্তান মিয়ার বাড়িতে আর বউটা নাকি কাপ্তান মিয়ার ছেলের বউ। এমন নানা ঘটনায় এগিয়ে যায় কাহিনী।

অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মীর সাব্বীর, আখম হাসান, শর্মিমালা, শ্যামল মাওলা, শামিমা তুষ্টি, হিমি, লাবন্য লিজা। এটি লিখেছেন কাজী শাহীদুল ইসলাম। বিশেষ এ ধারাবাহিক আরটিভিতে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত রাত ৮ টায় দেখানো হবে।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh