• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে যা বললেন ফেরদৌস

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ মে ২০২৩, ২২:৫৮
চিত্রনায়ক ফেরদৌস

দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। অভিনয়ে নেই বললেই চলে। তবে শোবিজ অঙ্গনের নানা কর্মকাণ্ডে তার দেখা মেলে। এর পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত রয়েছেন এই অভিনেতা।

তবে সম্প্রতি ফেরদৌসের নির্বাচন করার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। মূলত চিত্রনায়ক ওমর সানী একাধিকবার ফেরদৌসের নাম প্রস্তাব করে নিজের অভিমত প্রকাশ করেন।

ঘটনা ঘটেছে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) এর মৃত্যুর পর থেকে। তিনি ছিলেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য।

এখন সেই শূণ্য আসনে নির্বাচন করার সম্ভাবনা নিয়ে বৃহস্পতিবার (২৫ মে) ফেরদৌস গণমাধ্যমে বলেন, ওমর সানী ভাই আমার নাম বলেছেন, কোথাও প্রস্তাব করেননি। তিনি নিজের অভিমত প্রকাশ করেছেন। এ অধিকার তো তার আছে। তিনি বলতেই পারেন। এ বিষয়ে তো আমার বলার কিছু থাকতে পারে না।

এর আগে তিনি দীর্ঘ এক যুগ পর নিজ গ্রাম কুমিল্লার তিতাসের কাপাশকান্দিতে গিয়েছেন। বুধবার (২৪ মে) দুপুরে কাপাশকান্দি মডেল একাডেমির পরীক্ষায় নিয়োগ দিতে সভাপতি হিসেবে তিনি সেখানে তিনি যান।

সে সময় তিনি বলেন, ‘এটি আমার রাজনৈতিক সফর নয়। স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য পদে নিয়োগ দিতে পেরেছি, তাতেই আমি খুশি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চাইলে আমি নির্বাচন করব। আদারওয়াইজ আমার কোনো চাওয়া নেই।’

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ের হাসি হাসলেন যারা 
ধর্ম-কর্মে সময় কাটছে চিত্রনায়ক মেহেদির
বিজয় নিয়ে আশাবাদী নিপুণ, ফল যা হোক মেনে নেবেন কলি
সহকর্মী ও গণমাধ্যমকে এড়িয়ে গেলেন ইলিয়াস কাঞ্চন
X
Fresh