• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

চলচ্চিত্রের স্বার্থে আসছে নতুন সংগঠন : ওমর সানী

পাভেল রহমান

  ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪২

চলচ্চিত্র শিল্পী-কলাকুশলীদের নতুন সংগঠন তৈরি হচ্ছে। নাসির উদ্দিন দিলুকে সভাপতি এবং কাজী হায়াতকে সাধারণ সম্পাদক করে প্রাথমিকভাবে সংগঠনটির কমিটি তৈরি করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের ব্যাপারে বিস্তারিত ঘোষণা দেয়া হবে।

আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন নন্দিত চলচ্চিত্র অভিনেতা ওমর সানী।

তিনি বলেন, ‘চলচ্চিত্র শিল্পী, পরিচালক এবং সব কলাকুশলীদের সম্মিলিত প্লাটফর্ম হবে এ সংগঠন। দেশীয় চলচ্চিত্রের স্বার্থ রক্ষার জন্যই এ সংগঠনটি কাজ করবে।’

এদিকে, চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতিসহ ১৮টি সংগঠনের সম্মিলিত প্লাটফর্ম ‘চলচ্চিত্র পরিবার’ নামের একটি সংগঠন থাকার পরও কেন চলচ্চিত্র সংশ্লিষ্টদের নিয়ে নতুন সংগঠন করা হচ্ছে- এমন প্রশ্নে ওমর সানী বলেন, 'আমাদের কারো সঙ্গে কোনো বিরোধ নাই। একটি সংগঠন থাকলে যে আরেকটি সংগঠন গড়ে উঠতে পারবে না, এমনও নয়।'

তিনি আরো বলেন, 'নতুন সংগঠনে সবাইকে নিয়েই কাজ করবো। এখানে চলচ্চিত্র ব্যক্তিত্ব ফারুক সাহেব, মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, আবদুল লতিফ বাচ্চুকে যেমন চাই, মিশা সওদাগর-জায়েদ খানকেও সঙ্গে চাই। সবাইকে সঙ্গে নিয়ে চলচ্চিত্রের স্বার্থেই একসঙ্গে কাজ করতে চাই।'

ওমর সানী জানান, 'শিগগিরই নতুন সংগঠনের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো হবে। একজন শ্রদ্ধাভাজন চলচ্চিত্র ব্যক্তিত্ব নতুন সংগঠনের ব্যাপারে সবাইকে বিস্তারিত অবহিত করবেন।'

তিনি বলেন, 'আমরা এমন একজনকে দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা করবো যাকে সবাই শ্রদ্ধা করেন। যার মুখের হাসি দেখলে চলচ্চিত্র পরিবারের সবাই শ্রদ্ধায় নত হই। এমন ব্যক্তির হাত ধরেই নতুন সংগঠনের যাত্রা শুরু হবে।’

পিআর/এসজে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh