• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভালোবাসার সিনেমা নির্মাণ করতে চাই: চয়নিকা চৌধুরী

পাভেল রহমান

  ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৫

দেশের গুণী নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। ২০০১ সা‌লে প্রথম নির্মাণ করেন খণ্ড নাটক ‘শেষ বেলায়’। তবে টিভিতে প্রচার হওয়া প্রথম নাটক ‘এক জীব‌নে’। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) তার নাট্য‌নির্মা‌ণের ১৫ বছর পূর্ণ হ‌ল।

চয়‌নিকা চৌধুরী ১৫ বছ‌রে তিন শতাধিক খণ্ড নাটক এবং ১৪টি ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন। এবার নিজেকে চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তুত করছেন বলে জানান। তিনি বলেন, ‘সিনেমা অনেক বড় আয়োজন। তার জন্য নিজেকে প্রস্তুত করছি। সিনেমা নির্মাণ যখন শুরু করবো তখন নাটক নির্মাণ বন্ধ করে দেবো। পুরোপুরি সিনেমাতে মনযোগ দেবো।’

‘সব কিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চ মাসে সিনেমা নির্মাণের ঘোষনা দিতে পারি।’ আরটিভি অনলাইনকে বললেন চয়নিকা চৌধুরী।

এই নির্মাতা আরো বলেন, ‘নির্মাতা হিসেবে সবারই তো স্বপ্ন থাকে চলচ্চিত্র নির্মাণের। আমি আসলে এমন ছবি নির্মাণ করতে চাই যে ছবি দেখে মানুষ হাসবে, কাঁদবে এবং সবাই একসঙ্গে হলে বসে সিনেমাটি দেখবে। আমি আসলে ভালোবাসার সিনেমা নির্মাণ করতে চাই। যেখানে অ্যাকশান, কমেডি থাকবে।’

এদিকে নাট্যনির্মাণের ১৫ বছর উপলক্ষে আজ(১৮ সেপ্টেম্বর) সকালে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ‘মিষ্টার ম্যাংগো তারকালাপ’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন চয়নিকা। সকাল ১০টা ৪০ মিনিটে অনুষ্ঠানটি দেখানো হয়েছে।’

অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ফেসবুক পাতায় চয়নিকা আরটিভিকে ধন্যবাদ জানিয়ে লিখেন, ‘অজস্র ধন্যবাদ আরটিভিকে। আমাকে এতো সম্মান দেখালো; অনেক ভালো লাগলো। কৃতজ্ঞতায় ভরে উঠলো মন।’

এই নির্মাতা জানান, আজ রাত ৯টায় নিউজ টুয়েন্টিফোর চ্যানেলের একটি অনুষ্ঠানে নাট্যনির্মাণের অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন।

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সবারই ভুল ভাঙবে: শাবনূর
X
Fresh