• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিদ্যার মন্ত্র

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২২

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান সেরা হবার টিপস দিলেন। পেশা আপনার যাই-ই হোক না কেন, বিজয় আপনার হাতের মুঠোয় জানালেন বিদ্যা।

এ অভিনেত্রী নিজেই বহুবার প্রমাণ করেছেন, কোনো হারই শেষ কথা না।

কখনো তিনি স্বচ্ছ ভারতের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কখনো তিনি হাঁটেন কান ফেস্টিভ্যালের রেড কার্পেট সরণিতে। কিন্তু তা সত্ত্বেও তিনি মনে প্রাণে থেকে যান এক সাধারণ মেয়ে।

তার নতুন ছবি ‘তুমহারি সুলু’। গল্পে দেখা যাবে, সুলোচনা যে কোনো কম্পিটিশন জিতে নেয়। পায় নিত্যনতুন উপহার। কিন্তু জীবনের ভাঙাচোরা পথে কতটা জয়ী সে?

ইলিপসিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবিতে নতুনভাবে নিজেকেই আবিষ্কার করছেন বিদ্যা।

যেসব নারীরা ভাবেন যে, জীবনে তিনি কিছুই করতে পারেননি, মূলত তাদেরই পাশে দাঁড়ালেন বিদ্যা। কোনো হেরে যাওয়াই জীবনের শেষ কথা না। ছোট ছোট জয়ও উপভোগ করুন। যে-কোনো কম্পিটিশনে যোগ দেয়ার আনন্দই আপনার জীবনে অবসাদ দূর করতে পারে। কেউ উপহাস করলে পাত্তা দেবেন না!

২০০৫ সালে ‘পরিণীতা’ছবির একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে তার অভিষেক। তবে ২০০৬ সালে ‘লাগে রাহো মুন্না ভাই’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। ছবিটি বক্স অফিসে সাফল্য অর্জন করে।

এরপর হেই বেবি, কিসমত কানেকশন, ব্ল্যাক কমেডি ইশকিয়া, নো ওয়ান কিলড জেসিকা, দ্য ডার্টি পিকচার, কাহানি একে একে অনেক ছবিতেই দেখা গেছে তাকে।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নগ্ন পুরুষদের নিয়ে বিদ্যা বালানের মন্তব্য
একসাথে তিনজনের সঙ্গে প্রেম, মুখ খুললেন বিদ্যা
‘ইন্ডাস্ট্রি কারো বাবার নয়’
মামলা করলেন বিদ্যা বালান
X
Fresh