logo
  • ঢাকা রবিবার, ১৮ আগস্ট ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬

মমর বলিউড মিশন

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৫ আগস্ট ২০১৭, ১১:০৮
দেশীয় মিডিয়ার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম এবার কাজ করতে যাচ্ছেন বলিউডের ছবিতে। নাম ঠিক না হওয়া এ ছবিটি পরিচালনা করবেন ফয়সাল সাইফ। নভেম্বরে ছবির কাজ শুরু হবার কথা। হিন্দি ছবিতে কাজের বিষয়টি নিজের ফেসবুকে জানান দিয়েছেন মম।

bestelectronics
ফয়সাল সাইফ বলছিলেন, নতুন ছবির কাহিনি নারীকেন্দ্রিক। পুরো গল্পটি ডার্ক থ্রিলার ধাঁচের। ছবিতে বাংলাদেশের জাকিয়া বারী মমকে নিচ্ছি। এক কথায় বলতে গেলে এ ছবির মূল নায়ক বা নায়িকা বলতে মমই থাকবেন। কারণ তাকে ঘিরেই ছবির মূল কাহিনি এগিয়ে যাবে। মমর স্ক্রিপ্টটা পছন্দ হয়েছে।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন মম। তার অভিনীত তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’, রকিবুল আলম রকিবের ‘প্রেম করবো তোমার সাথে’ ও শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ ছবিগুলো মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।

মম এখন আনিসুর রহমান মিলনের সঙ্গে ‘স্বপ্নবাড়ি’ ছবির কাজ করছেন। ছবিটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। ছবির বেশির ভাগ শুটিং শেষ হয়েছে।

উল্লেখ্য, এর আগে ফয়সাল সাইফ বাংলাদেশের মডেল-অভিনেতা নিরবকে নিয়ে ‘শয়তান’ নামে ছবি নির্মাণ করেছেন। সেই ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। ভৌতিক ঘরানার ছবিটির ট্রেইলার ও গান এরই মধ্যে প্রশংসিত হয়েছে।

এইচএম  

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়