• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বানভাসিদের পাশে দাঁড়ালেন অনন্ত জলিল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ আগস্ট ২০১৭, ১৭:০৩

নায়ক-প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল তাবলীগ জামায়াত নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। এদিকে দেশের বন্যা পরিস্থিতি ক্রমেই বাড়ছে। বানভাসি মানুষের কষ্ট তাকেও তাড়িত করেছে। নিজের ফেসবুক পেজের ভিডিও বার্তায় তিনি বলেছেন সবাইকে বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে আসতে।

এবার নিজেই বানভাসি মানুষের পাশে দাঁড়ালেন তিনি। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হেলিকপ্টারযোগে কুড়িগ্রামের চিলমারীতে পৌঁছান তিনি। সেখানে তিনটি ইউনিয়নের বন্যা কবলিত প্রায় ২ হাজার ৪০০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন অনন্ত।

থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুলল রাজ্জাক বলেন, অনন্ত জলিল চিলমারীর তিনটি ইউনিয়নের ২৪০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। এরমধ্যে থানাহাট ইউনিয়নের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১০০ পরিবারকে ও রমনা ইউনিয়নের ৮০০ পরিবার এবং চিলমারী ইউনিয়নের ৫০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেন।

এ ব্যাপারে অনন্ত জলিল বলেন, বন্যা দুর্গতদের সহায়তায় দাঁড়িয়েছি। এটা কোনো দয়া না, এটা দুর্গত মানুষদের অধিকার। সমাজের বিত্তবানদের কাছে আমার চাওয়া আপনারা বন্যার্তদের পাশে দাঁড়‌ান। সবাই এক সঙ্গে এগিয়ে আসলে এই সাময়িক দুর্যোগ আমরা সহজেই কাটিয়ে উঠতে পারবো।

বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন অনন্ত জলিল। ফের বানভাসিদের সাহায্যে এগিয়ে এসে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোট দিয়ে যা বললেন অনন্ত জলিল
ক্ষমা চাইলেন অনন্ত জলিল
যাদের হাতে সিনেমা নেই তারাই নির্বাচন করে : অনন্ত জলিল
যে কারণে নিপুণের প্রস্তাব ফিরিয়ে দিলেন অনন্ত জলিল
X
Fresh