logo
  • ঢাকা সোমবার, ১৯ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬

ফের খোলামেলা জেরিন খান

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৪ আগস্ট ২০১৭, ১১:৪৬ | আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১২:১৭
ফাইল ছবি
বলিউডের আলোচিত অভিনেত্রী জেরিন খান। ২০১০ সালে ‘ভীর’ সিনেমার মাধ্যমে অভিষেক তার। সালমান খানের হাত ধরেই ওই সিনেমায় নায়িকা হন তিনি। গুঞ্জন আছে, ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর সালমান এমন কাউকে খুঁজছিলেন যে কিনা অবিকল তার মতো দেখতে হবে। সেসময় তিনি পেয়ে যান জেরিন খানের দেখা।

bestelectronics
হঠাৎ করে দেখলে যে কেউই জেরিনকে ক্যাটরিনার সঙ্গে গুলিয়ে ফেলতে পারেন। সালমানের সঙ্গে জেরিনের প্রথম সিনেমা বেশ প্রশংসিত হয়। তার রূপে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।

কিন্তু পরবর্তীতে বেশ কিছু সিনেমা করলেও জেরিন সেভাবে আলোচনায় আসতে পারেননি। অবশেষে ‘হেট স্টোরি-৩’ সিনেমায়  হাজির হন ব্যাপক খোলামেলা হয়ে। এরপর থেকেই তাকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। এবার নতুন একটি সিনেমায় ফের খোলামেলাভাবে হাজির হতে যাচ্ছেন তিনি। সিনেমার নাম ‘আকসার-টু’।

পরিচালনা করছেন অনন্ত নারায়ণ। এখন সিনেমাটির শেষ অংশের শুটিং চলছে। সেখানে নাকি এক রকমের পোশাক ছাড়াই হাজির হচ্ছেন জেরিন।

সম্প্রতি এ সিনেমার একটি গানের দৃশ্যের শুটিং হয় গোপনে। কারণ বাথটাবে কোনো প্রকার পোশাক না পরেই শুটিং করেছেন জেরিন! বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হলেও তা থাকেনি। শুটিং ইউনিটের কারো মাধ্যমেই প্রকাশ হয়ে যায়। আর এর ফলে নতুন করে আলোচনায় উঠে এসেছেন জেরিন।

এইচএম 

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়