• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

তারেক-মিশুকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ আগস্ট ২০১৭, ১২:১১

খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ (রোববার)।

২০১১ সালের এ দিনে মানিকগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এ দু'জনসহ ৫ জন মৃত্যুবরণ করেন।

'কাগজের ফুল' ছবির শুটিংয়ের স্থান নির্বাচন করতে তারেক মাসুদ ও মিশুক মুনীর সহকর্মীদের নিয়ে মানিকগঞ্জে যান। ফিরে আসার পথে মানিকগঞ্জেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা।

তাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে শুক্রবার শুরু হয়েছে আন্তর্জাতিক আন্ত:বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব।

শনিবার এ নিয়ে টিএসসিতে আয়োজন করা হয়েছিল এক বিশেষ প্রদর্শনীর। এছাড়া আজ তারেক মাসুদের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙায় স্মরণসভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

তারেক মাসুদ ১৯৮৫ সালের প্রথম প্রামাণ্যচিত্র আদম সুরত নির্মাণ করেন। এরপর ১৯৯৫ সালে আরো দু'টি প্রামাণ্যচিত্র মুক্তির গান ও মুক্তির কথা। তিনি ২০০২ সালে নির্মাণ করেন প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাটির ময়না।

মিশুক মুনীর শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে। তিনি বাংলাদেশের সম্প্রচার সাংবাদিকতার পথিকৃৎ।

এসজে/এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh