logo
  • ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২০, ১২ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন, আক্রান্ত ১ হাজার ১৬৬ জন ও সুস্থ হয়েছেন ২৪৫ জন: স্বাস্থ্য অধিদপ্তর

সুস্থ আছেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১২ আগস্ট ২০১৭, ১২:৫৩
বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন সুস্থ আছেন। গেলো বৃহস্পতিবার ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির শুটিং সেটে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মাল্টা দ্বীপপুঞ্জের কাছে ওই ছবির শুটিং করছিলেন ৭৪ বছর বয়সী এ অভিনেতা। তখনই হঠাৎ আহত হন। তবে কীভাবে এ দুর্ঘটনার সূত্রপাত তা জানা যায়নি। খবর টাইমস অব ইন্ডিয়া।    

তবে এই চোট তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেয়া হয়।

অমিতাভ বলেছেন, শুটিংয়ের সময় পাঁজরে চোট পেয়েছি। এখন ঠিক আছি। তবে শ্বাস-প্রশ্বাসে কিছুটা সমস্যা হচ্ছে। পাঁজরে সামান্য ব্যথাও রয়েছে। সম্পূর্ণ ঠিক হতে ৪৮ ঘণ্টা লাগবে।

এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো আমির খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করতে চলেছেন অমিতাভ।

আহত হলেও তার অংশের শুটিং শেষ করেই মুম্বাই ফিরেছেন এ গুণী অভিনেতা। শুধু তাই না, শারীরিক অসুস্থতাকে আমলে না নিয়ে প্রস্তুত হচ্ছেন নতুন ছবি ‘১০২ নট আউট’ ও টেলিভিশন শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিংয়ের জন্য।

অমিতাভের মনের জোর দেখে মুগ্ধ ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য্য। তিনি জানান, তার পেশাদারিত্ব ও দায়িত্ববোধ দেখে মুগ্ধ হয়েছি। পিঠের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন দেখে আমরা শুটিং পেছানোর কথা ভাবছিলাম। অথচ সবাইকে অবাক করে দিয়ে তিনি তার পুরো অংশের শুটিং শেষ করে তবেই মুম্বাই ফিরেছেন।

২০১৮ সালে ‘থাগস অব হিন্দুস্তান’ মুক্তি পাবে। অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ।

এইচএম/সি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৬৭৫১ ৭৫৭৯ ৫২২
বিশ্ব ৫৫৮৯৭১২ ২৩৬৬৫৫১ ৩৪৭৯০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়