• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘নেশার সমালোচনা ইতিবাচকভাবেই নিচ্ছি'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ আগস্ট ২০১৭, ১৬:৩২

অভিনেত্রী কুসুম শিকদারকে সবাই টিভি নাটকে দেখেই অভ্যস্ত। চলচ্চিত্র অভিনয়েও প্রশংসা কুড়িয়েছেন। হঠাৎ করেই আলোচনায় এসেছেন মিউজিক ভিডিও নিয়ে। হৃদয় খানের সঙ্গীতায়োজনে কুসুমের গাওয়া ‘নেশা’ শিরোনামের একটি গান গেলো বৃহস্পতিবার (৩ আগস্ট) ইউটিউবে প্রকাশ হয়েছে।

এতে বেশ আবেদনময়ী রূপে হাজির হয়েছেন কুসুম। এমন গ্ল্যামারাস কুসুম শিকদারকে এর আগে দেখা যায়নি পর্দায়। ভিডিওতে কুসুমের সঙ্গে সহশিল্পী আছেন খালেদ হোসাইন সুজন। এটি নির্মাণ করেছেন শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস।

অভিনেত্রী কুসুম শিকদার কেন হঠাৎ করে গানের ভিডিও নিয়ে হাজির? সেই নেপথ্যের গল্প শুনিয়েছেন নির্মাতা শ্রাবণী ফেরদৌস। এই নির্মাতা আরটিভি অনলাইনকে বলেন, ‘কুসুম চেয়েছিলো আন্তর্জাতিক মানের একটি মিউজিক ভিডিও নির্মাণ করতে। সম্ভবত এটিই কুসুমের প্রথম কোনো মিউজিক ভিডিও। আমাদের সঙ্গে বিষয়টি শেয়ার করার পর আমরা পরিকল্পনা সাজাই।’

শ্রাবণী ফেরদৌস বলেন, ‘আমরা চেষ্টা করেছি। বাংলাদেশে এ রকম বিগবাজেটের মিউজিক ভিডিও খুব কমই নির্মিত হয়েছে। গাজীপুরের নক্ষত্রবাড়িতে দৃশ্যধারণের কাজ করেছি। কিন্তু সম্পাদনার কাজ করেছি ভারতের বিখ্যাত একটি স্টুডিওতে। আন্তর্জাতিক মান বজায় রেখে এটি নির্মাণ করেছি। ইউটিউবে ভিডিওটি প্রকাশের পর ব্যাপক সাড়া পাচ্ছি।’

নেশা’তে কুসুম শিকদারের সহশিল্পী ছিলেন মডেল খালেদ হোসাইন সুজন। তিনি আরটিভি অনলাইনকে বলেন, ‘এ ধরণের ভিডিও বিদেশে প্রচুর নির্মিত হয়। বাংলাদেশে বাজেটের চিন্তা করে অনেকে করতে চান না। সব মিলিয়ে ভালো একটি ভিডিও তৈরি হয়েছে। নির্মাতা শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস দূর্দান্ত কাজে করেছেন। গানটাও খুবই ভালো। ফলে গানের ভিডিও চিত্রটিও ভালো হয়েছে। এটি নিয়ে খুবই সাড়া পাচ্ছি।’

ভিডিওটি কিছুটা সমালোচনাও তৈরি হয়েছে। কুসুম কেন হঠাৎ গানের ভিডিওতে এমন খোলামেলাভাবে হাজির হলেন? এমন প্রশ্নও শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নির্মাতা শ্রাবণী ফেরদৌস বলেন, ‘ভিন্ন ধারার কোনো কাজ কেউই সহজভাবে নিতে পারেন না। কেউ কেউ সমালোচনা করছেন। সমালোচনাকে আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। মাত্র দুই দিনে প্রায় ৫ লক্ষ ভিউয়ার হয়েছে। মানুষ গ্রহণ করেছে এটাই আমাদের সাফল্য।’

১৮ বছর আগে প্রকাশ হয় কুসুম শিকদারের প্রথম একক গানের অ্যালবাম ‘তুমি আজ কত দূরে’। তারপর ‘অদল-বদল’ ও ‘জীবনের যত চাওয়া’ নামে দুটি মিশ্র গানের অ্যালবামে কণ্ঠ দিয়েছিলেন তিনি। ২০১৫ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় তার কবিতার বই ‘নীল ক্যাফের কবি।’

এসজে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh